বেঙ্গালুরু, 12 মে: জিতলে প্লে-অফের সম্ভাবনায় ভেসে থাকা, আর হারলে বিদায় কার্যত নিশ্চিত ৷ রবিবাসরীয় ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে অনেকটা একই মেরুতে অবস্থান ছিল দুই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের ৷ লিগ টেবলে দু'পয়েন্ট বেশি নিয়ে দিল্লি দু'ধাপ উপরে থাকলেও নেট রানরেট ইতিবাচক রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সের ৷ এমতাবস্থায় ঘরের মাঠে এদিন প্রথমে ব্যাট করে ঋষভ পন্তহীন দিল্লিকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল বেঙ্গালুরু ৷
উইল জ্যাকসের 41 রান এবং রজত পতিদারের ঝোড়ো 52 রানে দিল্লি ক্যাপিটালসকে 188 রানের টার্গেট দিল তারা ৷ ক্যামেরন গ্রিন অপরাজিত রইলেন 24 বলে 32 রানে ৷ সবমিলিয়ে 20 ওভারে 9 উইকেটে স্কোরবোর্ডে 187 রান তোলে আরসিবি ৷ পতিদারের 52 রানের ইনিংসে ছিল 3টি ছয় এবং সমসংখ্যক চার ৷ দারুণ শুরু করেও লম্বা হয়নি বিরাট কোহলির ইনিংস ৷ 13 বলে 27 রানে আউট হন ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ক ৷ দিল্লির হয়ে 2টি করে উইকেট খলিল আহমেদ এবং রশিক সালামের ৷ তবে 4 ওভারে 52 রান খরচ করলেন কুলদীপ যাদব ৷