বার্বাডোজ, 30 জুন: প্রথমে বিরাট কোহলি, তারপর রোহিত শর্মা; আর এবার রবীন্দ্র জাদেজা ৷ টি-20 বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানালেন বাঁ-হাতি অলরাউন্ডার ৷ বিশ্বকাপ জয়ের পরদিন সোশাল মিডিয়ায় কুড়ি-বিশের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে জাদেজা জানালেন, তাঁর স্বপ্ন সত্যি হয়েছে ৷ এবার তাঁর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পালা ৷ জাদেজার সঙ্গেই বিশ্বজয়ী ভারতীয় স্কোয়াডের সবচেয়ে তিন সিনিয়র ক্রিকেটার একইসঙ্গে বিদায় জানালেন সংক্ষিপ্ত ফরম্যাটকে ৷
ট্রফি হাতে একটি ছবি পোস্ট করে জাদেজা এদিন লেখেন, "এক হৃদয় কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-20'কে বিদায় জানাচ্ছি ৷ গর্বের সঙ্গে ছুটে চলা লক্ষ্যে অবিচল ঘোড়ার মত আমি সবসময় দেশের জার্সিতে নিজের সেরাটা দিয়ে এসেছি এবং আগামীতেও দিয়ে যাব অন্যান্য ফরম্যাটগুলিতে ৷"