চেন্নাই, 19 ডিসেম্বর: মহেন্দ্র সিং ধোনির পদাঙ্ক অনুসরণ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাঝপথেই অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ বুধবার গাব্বা টেস্ট শেষ হতেই সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন দক্ষিণী ক্রিকেটার ৷ অবসর গ্রহণের পর বৃহস্পতিবার সকালে দেশে ফিরলেন 537টি টেস্ট উইকেটের মালিক ৷ কোনও আক্ষেপ নিয়ে যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি, দেশে ফিরে জানালেন অশ্বিন ৷ পাশাপাশি ক্রিকেটার হিসেবেও যে ফুরিয়ে যাননি, তাও সেটা স্পষ্ট করলেন টেস্ট ক্রিকেটে দেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ৷
বৃহস্পতিবার সকালে উষ্ণ অভ্যর্থনার মধ্যে দেশে ফিরলেন রবি অশ্বিন ৷ এরপর সংবাদসংস্থা এএনআই'কে ফিঙ্গার স্পিনার বলেন, "অনেকে আমার অবসরের সিদ্ধান্তে আবেগী হয়ে পড়েছেন ৷ কিন্তু আমি এই সিদ্ধান্তে সন্তুষ্ট এবং আমার হাল্কা লাগছে ৷ বিষয়টা আমার মাথায় ঘুরছিল বেশ কিছুটা সময় ধরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা খুবই তাৎক্ষণিক ৷ চতুর্থদিন আমার মনে হয়েছিল আর পঞ্চমদিন আমি ঘোষণা করেছি ৷"