পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'এখনও ফুরিয়ে যাইনি', দেশে ফিরে মন্তব্য অশ্বিনের - ASHWIN RETURNS TO INDIA

আইপিএল তো খেলবেনই ৷ পাশাপাশি ক্রিকেটার হিসেবে যে শেষ হয়ে যাননি, বৃহস্পতিবার দেশে ফিরে জানিয়ে দিলেন রবি অশ্বিন ৷

RAVICHANDRAN ASHWIN WITH ROHIT SHARMA
সাংবাদিক সম্মেলনে রোহিতের সঙ্গে অশ্বিন (ANI)

By ETV Bharat Sports Team

Published : Dec 19, 2024, 1:00 PM IST

Updated : Dec 19, 2024, 1:15 PM IST

চেন্নাই, 19 ডিসেম্বর: মহেন্দ্র সিং ধোনির পদাঙ্ক অনুসরণ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাঝপথেই অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ বুধবার গাব্বা টেস্ট শেষ হতেই সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন দক্ষিণী ক্রিকেটার ৷ অবসর গ্রহণের পর বৃহস্পতিবার সকালে দেশে ফিরলেন 537টি টেস্ট উইকেটের মালিক ৷ কোনও আক্ষেপ নিয়ে যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি, দেশে ফিরে জানালেন অশ্বিন ৷ পাশাপাশি ক্রিকেটার হিসেবেও যে ফুরিয়ে যাননি, তাও সেটা স্পষ্ট করলেন টেস্ট ক্রিকেটে দেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ৷

বৃহস্পতিবার সকালে উষ্ণ অভ্যর্থনার মধ্যে দেশে ফিরলেন রবি অশ্বিন ৷ এরপর সংবাদসংস্থা এএনআই'কে ফিঙ্গার স্পিনার বলেন, "অনেকে আমার অবসরের সিদ্ধান্তে আবেগী হয়ে পড়েছেন ৷ কিন্তু আমি এই সিদ্ধান্তে সন্তুষ্ট এবং আমার হাল্কা লাগছে ৷ বিষয়টা আমার মাথায় ঘুরছিল বেশ কিছুটা সময় ধরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা খুবই তাৎক্ষণিক ৷ চতুর্থদিন আমার মনে হয়েছিল আর পঞ্চমদিন আমি ঘোষণা করেছি ৷"

এখানেই শেষ নয় ৷ আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফর্ম্য়াট থেকে অবসর নিলেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পুনরায় খেলার বিষয়টি নিয়েও মুখ খোলেন অশ্বিন ৷ খানিক মজার ছলেই সদ্য অবসরে যাওয়া তারকা ভারতীয় ক্রিকেটার বলেন, "আমি চেন্নাইয়ের হয়ে খেলব ৷ কেউ অবাক হবেন না যদি দেখেন আমি যতদিন পারছি খেলে যাচ্ছি ৷ আমার মনে হয় না ক্রিকেটার অশ্বিন ফুরিয়ে গিয়েছে ৷ তবে ভারতীয় ক্রিকেটার হিসেবে অশ্বিনের আর দেওয়ার কিছু নেই ৷ ব্যস এইটুকুই ৷"

বুধবার গাব্বা টেস্ট শেষ হতেই রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন রবি অশ্বিন ৷ দেশের জার্সিতে 106টি টেস্ট ম্যাচে 537 উইকেট নেওয়া বোলার ভারতীয় স্পিন বোলিংকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ৷ নামের সঙ্গে একাধিক নজির জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন চেন্নাই নিবাসী অশ্বিন ৷ টেস্ট ক্রিকেটে সপ্তম সর্বাধিক উইকেট শিকারি হওয়ার সঙ্গে অশ্বিনের ঝুলিতে রয়েছে দ্বিতীয় সর্বাধিকবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির ৷

আরও পড়ুন:

Last Updated : Dec 19, 2024, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details