চেন্নাই, 19 ডিসেম্বর: গাব্বা টেস্ট শেষ হতেই বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তবে সিরিজের মাঝপথে ফিঙ্গার স্পিনারের অবসর গ্রহণের বিষয়ে চর্চা চলছেই ৷ বৃহস্পতিবার দেশে ফিরে যদিও অশ্বিন জানিয়েছেন, তিনি কোনওরকম আক্ষেপ না-নিয়েই আন্তর্জাতিক স্তরে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৷ কিন্তু এক প্রথমসারির সংবাদমাধ্যমে ক্রিকেটারের বাবা রবিচন্দ্রন জানান, দিনের পর দিন অপমান না-সইতে পেরে অশ্বিন ক্রিকেটকে বিদায় জানিয়েছে ৷
অশ্বিনের বাবার এই মন্তব্যে শোরগোল পড়ে যায় ক্রিকেটদুনিয়ায় ৷ শেষমেশ বাবার মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিলেন 537টি টেস্ট উইকেটের মালিক ৷ তাঁর বাবার মন্তব্য় নিয়ে পোস্ট হওয়া একটি টুইটের পাল্টা টুইটে অশ্বিন লেখেন, "আমার বাবা সংবাদমাধ্যমের সামনে সাবলীল নয় ৷ আমি কখনও ভাবিনি বাবার মন্তব্যের ব্যাপারে আপনারা এত ভাবিত হবেন ৷ সকলকে অনুরোধ করছি উনাকে ক্ষমা করে দিন এবং একা থাকতে দিন ৷"