লখনউ, 29 জুলাই: আগামী বছর ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাবে কি না, সেই অনিশ্চয়তা নিয়ে এবার মুখ খুললেন রাজীব শুক্লা ৷ রবিবার লখনউয়ে বিসিসিআই-এর সহ-সভাপতি জানিয়েছেন, সরকার অনুমতি দিলে ভারতীয় দল অবশ্যই প্রতিবেশী দেশে আইসিসি টুর্নামেন্ট খেলতে যাবে ৷
রবিবার উত্তরপ্রদেশ টি20 লিগের অকশন ছিল ৷ সেখানেই উপস্থিত ছিলেন রাজীব শুক্লা ৷ সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "2026 বিশ্বকাপে ভারতে আসার বিষয়ে পাকিস্তান যা খুশি বলতে পারে ৷ তবে, আমরা শুধুমাত্র ভারত সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছি ৷" তিনি জানান, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতেই পারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ৷ কিন্তু, তার আগে ভারত সরকারের তরফে সুরক্ষ ব্যবস্থা নিয়ে নিশ্চয়তা ও অনুমতি সবার আগে জরুরি ৷ স্পষ্ট কথায়, জাতীয় দলের নিরাপত্তা নিয়ে আপস ও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিসিআই কোনও মতেই যাবেনা ৷
চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাস (ইটিভি ভারত) 2025 সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে ৷ তবে, যেদিন থেকে এই টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজনের কথা ঘোষণা করা হয়েছে, সেদিন থেকে ভারতের আইসিসি-র এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিয়ে প্রশ্ন উঠছে ৷ কিন্তু, ভারতের মতো ক্রিকেট জায়ান্টকে বাদ দিয়ে আইসিসি টুর্নামেন্ট ! সেটা ভাবাও যায় না ৷ এক্ষেত্রে হাইব্রিড মোডে টুর্নামেন্টে আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারত ৷ তাতে বিশ্বের প্রথমসারির বেশ কয়েকটি দেশও মৌখিকভাবে সমর্থন জানিয়েছে বলে সূত্রের খবর ৷
বিসিসিআই-এর তরফে আইসিসি-কে প্রস্তাব দেওয়া হয়েছে, পাকিস্তানের বদলে পুরো টুর্নামেন্ট অন্য দেশে করা হোক ৷ আর তা না হলে, ভারতের ম্যাচগুলি কোনও নিরপেক্ষ স্টেডিয়ামে আয়োজিত হোক ৷ তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এনিয়ে আপত্তি তুলেছে ৷ তারা দাবি করেছে, বিসিসিআই-কে লিখিতভাবে জানাতে হবে, যে ভারত সরকার ভারতীয় দলকে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে আসার অনুমতি দিচ্ছে না ৷
আইসিসি-র পূর্ব ঘোষণা অনুযায়ী, 19 ফেব্রুয়ারি করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা হবে ৷ আর টুর্নামেন্টের ফাইনাল হবে 9 মার্চ লাহোরে ৷ কিছু খেলা রাওয়ালপিন্ডির মাঠেও হবে ৷ পাশাপাশি, 9 মার্চের ফাইনালের জন্য 10 মার্চ সংরক্ষিত দিন রাখা হয়েছে ৷ মূলত আবহাওয়ার কথা মাথায় রেখে ৷