ফ্লোরিডা, 16 জুন: কানাডা ক্রিকেট দলকে অনুপ্রাণিত করলেন রাহুল দ্রাবিড় ৷ টি-20 বিশ্বকাপে গ্রুপের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর কানাডার ড্রেসিংরুমে গিয়ে পেপটক দেন ভারতীয় দলের কোচ ৷ অ্যাসোসিয়েট সদস্য দেশ হিসেবে কানাডার ক্রিকেট দলকে কতটা জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তা তিনি আন্দাজ করতে পারেন বলে জানান ৷ এ প্রসঙ্গে 2003 সালে স্কটল্যান্ডের জাতীয় ক্রিকেট লিগে খেলার অভিজ্ঞতার কথা শোনান তিনি ৷ এমনকি পাকিস্তানের বিরুদ্ধে ট্যুর গেমেও খেলেছিলেন তিনি ৷
সেই অভিজ্ঞতার কথাই শনিবার কানাডার ড্রেসিংরুমে তুলে ধরলেন রাহুল দ্রাবিড় ৷ তিনি বলেন, "অনেক ধন্যবাদ ! এই টুর্নামেন্টে আপনারা দল হিসেবে যে অবদান রেখেছেন, তার জন্য আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ৷ আমি মনে করি, আপনারা এই স্পোর্টসে আসার জন্য এবং এখানে অংশ নেওয়ার ক্ষেত্রে যে সব জটিল পরিস্থিতি পেরিয়ে এসেছেন, আপনাদের সেই লড়াইটাকে আমি সম্মান জানাই ৷"
রাহুলের কথায়, "এই যাত্রাটা অতটাও সহজ নয় ৷ একটা সময় স্কটল্যান্ডে ক্রিকেটার হিসেবে খেলেছি আমি ৷ তাই আমি সেটা কিছুটা হলেও বুঝি ৷ আর সেটা ছিল 2003 সালের কথা ৷ তাই আমি জানি একটি অ্যাসোসিয়েট দেশের সফরটা কতটা কঠিন ৷ তাই আপনারা সকলে আমাদের কাছে অনুপ্রেরণা ৷ কারণ, আমরা সবাই এই খেলাটাকে মন থেকে ভালোবাসি ৷ আর সেই কারণে, আপনারা সবাই এই টুর্নামেন্টে খেলতে আসার আগে অনেক আত্মত্যাগ করেছেন ৷"
টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...
সবশেষে রাহুল বলেন, "আমি বলতে চাই, এই চেষ্টাটা জারি রেখে যেতে হবে ৷ যাতে আপনাদের দেশের আগামী প্রজন্মের আরও বেশি করে এই খেলাটার প্রতি ভালোবাসা জন্মায় ৷ আর সেটা বিশ্ব ক্রিকেটের জন্য সুখবর হবে ৷" উল্লেখ্য, 2003 সালে বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় স্কটল্যান্ডের জাতীয় লিগে খেলতে গিয়েছিলেন ৷ সেখান রাহুল দ্রাবিড় এগারোটি ওয়ান-ডে খেলেছিলেন ৷ পাশাপাশি, সফরকারী পাকিস্তান দলের বিরুদ্ধে খেলেছিলেন তিনি ৷ এদিন কানাডা দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সই করা বিশেষ জার্সি ভারতীয় দলের কোচকে উপহার দেওয়া হয় ৷