বেঙ্গালুরু, 18 অক্টোবর:নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেললেও বেঙ্গালুরু শহরের সঙ্গে রাচিন রবীন্দ্রর আত্মিক যোগ ৷ তাঁর বাবা কর্মসূত্রে দেশ ছাড়লেও দাদু-ঠাকুমা এখনও রয়েছেন গার্ডেন সিটিতেই ৷ আর দাদু-ঠাকুমার দেশে শুক্রবার ভারতের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে নজির গড়লেন রাচিন রবীন্দ্র ৷ এক যুগ পর কোনও কিউয়ি ব্যাটারের থেকে সেঞ্চুরি এল ভারতের মাটিতে ৷ 'লোকাল বয়'-এর শতরানে ভর করে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে প্রায় 300 রানে লিড নিল নিউজিল্যান্ড ৷
তিন উইকেটে 180 রান নিয়ে শুরু করা কিউয়িরা তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতিতে সাত উইকেট হারিয়ে তুলল 345 রান ৷ অর্থাৎ, টম ল্য়াথাম অ্যান্ড কোং এগিয়ে 299 রানে ৷ 233 রানে 7 উইকেট হারানো নিউজিল্যান্ডের হয়ে অষ্টম উইকেটে অবিভক্ত 112 রানের জুটি গড়েন রাচিন রবীন্দ্র এবং প্রাক্তন অধিনায়ক টিম সাউদি ৷ বিরতির ঠিক আগে লাল বলের ক্রিকেটে দ্বিতীয় শতরানটি পূর্ণ করেন রাচিন রবীন্দ্র ৷ 104 রানে অপরাজিত তিনি ৷ 124 বলে শতরান পূর্ণ করা বাঁ-হাতি ব্য়াটার মারেন 11টি চার, 2টি ছয় ৷