পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স ট্রফি অভিষেকেও শতরান, প্রথম ব্য়াটার হিসেবে অনন্য কীর্তি ভারতীয় বংশোদ্ভূত রাচিনের - RACHIN RAVINDRA RECORDS

আইসিসি ইভেন্ট আর রাচিন রবীন্দ্রর ব্যাটিং প্রেম যেন একে অপরের পরিপূরক ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আত্মপ্রকাশে শতরান হাঁকিয়ে ইতিহাসে ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি ক্রিকেটার ৷

RACHIN RAVINDRA
বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পর রাচিন (AP)

By ETV Bharat Sports Team

Published : Feb 25, 2025, 3:21 PM IST

রাওয়ালপিন্ডি, 25 ফেব্রুয়ারি: ত্রিদেশীয় সিরিজে ক্যাচ ধরতে গিয়ে কপালে চোট পেয়েছিলেন ৷ ফলশ্রুতি হিসেবে চলতি চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রথম ম্য়াচে মাঠে নামতে পারেননি ৷ তবে সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্য়াচে চোট সারিয়ে জাঁকিয়ে প্রত্যাবর্তন করলেন রাচিন রবীন্দ্র ৷ দু'বছর আগে ভারতের মাটিতে বিশ্বকাপে ব্য়াট হাতে তাঁর রেকর্ড ছিল ঈর্ষণীয় ৷ বিশ্বকাপে তিন শতরান হাঁকানো ভারতীয় বংশোদ্ভূত ব্য়াটার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আত্মপ্রকাশ করলেন তিন অঙ্কের রানে ৷ সেইসঙ্গে প্রথম ব্য়াটার হিসেবে বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিষেকেও শতরান হাঁকানোর নজির গড়লেন বাঁ-হাতি কিউয়ি ব্যাটার ৷

2023 বিশ্বকাপের প্রথম ম্য়াচে (যা তাঁর কেরিয়ারে প্রথম বিশ্বকাপ ম্যাচ) ইংল্য়ান্ডের বিরুদ্ধে 96 বলে 123 রানের ইনিংস এসেছিল ম্যাচের সেরা রাচিন রবীন্দ্রর ব্যাটে ৷ পরবর্তীতে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধেও তিন অঙ্কের রান করেছিলেন তিনি ৷ উপমহাদেশের মাটিতে রাচিনের ঈর্ষণীয় ব্যাটিং রেকর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউয়িদের জন্য সহায়ক হবে বলে মত বিশেষজ্ঞদের ৷ সোমবার বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি আত্মপ্রকাশে সেই বিষয়টিতেই যেন সিলমোহর দিলেন রাচিন রবীন্দ্র ৷ বাংলাদেশের বিরুদ্ধে সোমবার শতরান পূর্ণ করে 105 বলে 112 রানের ইনিংস খেলেন ভারতীয় বংশোদ্ভূত ব্য়াটার ৷ যা ওডিআই ক্রিকেটে তাঁর চতুর্থ শতরান ৷

মজার বিষয় হল রাচিনের কেরিয়ারে চারটি শতরানের সবক'টিই এল আইসিসি ওডিআই ইভেন্টে ৷ আর সেখানেই কিউয়ি কিংবদন্তি কেন উইলিয়ামসন এবং ন্য়াথন অ্যাসলেকে ছাপিয়ে আরও এক নজিরে নাম তুললেন বাঁ-হাতি ব্য়াটার ৷ আইসিসি ওডিআই ইভেন্টে উইলিয়ামসন ও অ্য়াসলের তিনটি করে শতরানের নজির টপকে গেলেন রাচিন ৷ বাংলাদেশের বিরুদ্ধে কিউয়ি ব্য়াটারের ঝোড়ো ইনিংস সাজানো ছিল 12টি চার এবং একটি ছক্কায় ৷

বাংলাদেশের দেওয়া 237 রানের টার্গেট তাড়া করতে নেমে এদিন 15 রানে জোড়া উইকেট হারায় 'ব্ল্যাক ক্য়াপস' শিবির ৷ চতুর্থ উইকেটে টম ল্যাথামের সঙ্গে জুটি বেঁধে 129 রান যোগ করেন রাচিন রবীন্দ্র ৷ দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে 39তম ওভারে আউট হন তিনি ৷ পাঁচ উইকেট হারিয়ে 23 বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় নিউজিল্যান্ড ৷ একইসঙ্গে সেমিফাইনালে টিকিট জোগাড় করে নেয় তাঁরা ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details