রাওয়ালপিন্ডি, 25 ফেব্রুয়ারি: ত্রিদেশীয় সিরিজে ক্যাচ ধরতে গিয়ে কপালে চোট পেয়েছিলেন ৷ ফলশ্রুতি হিসেবে চলতি চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রথম ম্য়াচে মাঠে নামতে পারেননি ৷ তবে সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্য়াচে চোট সারিয়ে জাঁকিয়ে প্রত্যাবর্তন করলেন রাচিন রবীন্দ্র ৷ দু'বছর আগে ভারতের মাটিতে বিশ্বকাপে ব্য়াট হাতে তাঁর রেকর্ড ছিল ঈর্ষণীয় ৷ বিশ্বকাপে তিন শতরান হাঁকানো ভারতীয় বংশোদ্ভূত ব্য়াটার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আত্মপ্রকাশ করলেন তিন অঙ্কের রানে ৷ সেইসঙ্গে প্রথম ব্য়াটার হিসেবে বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিষেকেও শতরান হাঁকানোর নজির গড়লেন বাঁ-হাতি কিউয়ি ব্যাটার ৷
2023 বিশ্বকাপের প্রথম ম্য়াচে (যা তাঁর কেরিয়ারে প্রথম বিশ্বকাপ ম্যাচ) ইংল্য়ান্ডের বিরুদ্ধে 96 বলে 123 রানের ইনিংস এসেছিল ম্যাচের সেরা রাচিন রবীন্দ্রর ব্যাটে ৷ পরবর্তীতে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধেও তিন অঙ্কের রান করেছিলেন তিনি ৷ উপমহাদেশের মাটিতে রাচিনের ঈর্ষণীয় ব্যাটিং রেকর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউয়িদের জন্য সহায়ক হবে বলে মত বিশেষজ্ঞদের ৷ সোমবার বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি আত্মপ্রকাশে সেই বিষয়টিতেই যেন সিলমোহর দিলেন রাচিন রবীন্দ্র ৷ বাংলাদেশের বিরুদ্ধে সোমবার শতরান পূর্ণ করে 105 বলে 112 রানের ইনিংস খেলেন ভারতীয় বংশোদ্ভূত ব্য়াটার ৷ যা ওডিআই ক্রিকেটে তাঁর চতুর্থ শতরান ৷