হায়দরাবাদ, 23 ডিসেম্বর: কথামত রবিবার রাজস্থানের উদয়পুরে জীবনের নয়া অধ্যায় শুরু করলেন পুসারলা ভেঙ্কট সিন্ধু ৷ এদিন সকালে তারকা শাটলারের চার হাত এক হল ভেঙ্কটা দত্ত সাইয়ের সঙ্গে ৷ যিনি পেশায় একজন প্রযুক্তিবিদ (টেকি) ৷ জাঁকজমকে ত্রুটি না-থাকলেও পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসলেন সিন্ধু ৷
আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার হায়দরাবাদে গ্র্য়ান্ড রিসেপশন আয়োজিত হয়েছে ৷ তার আগে সোমবার সকালে হোমটাউন ফিরলেন নববধূ সিন্ধু ৷ উদয়পুরের নৈসর্গিক প্রকৃতির মাঝে দেশের তারকা শাটলারের বিয়ের ছবি এখনও আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি অবশ্য ৷ তবে বেশ কিছু ছবি ঘোরাফেরা করছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে নববধূ পিভি সিন্ধুকে দেখে চোখ ফেরানো দায় ৷
উদয়পুরে সিন্ধুর বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ৷ তিনি সোশাল মিডিয়ায় বিবাহ-অনুষ্ঠানে একটি ছবি পোস্ট করেন ৷ ছবি পোস্ট করে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী লেখেন, "উদয়পুরে গত সন্ধেয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু এবং ভেঙ্কট সাই দত্তের বিবাহ-অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত ৷ নতুন জীবনের জন্য দু'জনকে আমার শুভেচ্ছা ও আশীর্বাদ ৷"