প্যারিস, 6 সেপ্টেম্বর: কনিষ্ঠ প্য়ারা-অ্যাথলিট হিসেবে পদক জিতেছিলেন টোকিয়োয় ৷ তিন বছর বাদে প্য়ারিসের পদকের রং বদলালেন হাই-জাম্পার প্রবীণ কুমার ৷ এশিয়ান রেকর্ড গড়ে টি64 ইভেন্টে পোডিয়াম শীর্ষে শেষ করলেন ভারতের অ্যাথলিট ৷ প্রবীণের লাফে চলতি প্যারালিম্পিক্সে ষষ্ঠ সোনা এল ভারতের ঘরে ৷ সামগ্রিকভাবে পদক তালিকায় টোকিয়োকে আগেই পিছনে ফেলেছিলেন প্যারা-অ্যাথলিটরা ৷ এবার শুধু সোনার নিরিখেও টোকিয়ো প্য়ারালিম্পিক্সকে টপকে গেল ভারত ৷
কনিষ্ঠ প্যারা অ্যাথলিট হিসেবে টোকিয়োয় রুপো জিতেছিলেন উত্তরপ্রদেশের এই হাই-জাম্পার ৷ তিন বছর পর এসে 2.08 মিটার লাফিয়ে ইতিহাস লিখলেন প্রবীণ ৷ সোনা জয়ের পথে গড়লেন এশিয়ান রেকর্ডও ৷ প্রবীণের সোনায় চলতি প্যারালিম্পিক্সে 26তম পদক এল ভারতের ঘরে ৷ যা গতবারের তুলনায় 7 বেশি ৷ হাই-জাম্পের টি64 ইভেন্টে এদিন রুপো জিতলেন যুক্তরাষ্ট্রের ডেরেক লকিডেন্ট এবং ব্রোঞ্জ জিতলেন তেমুরবেক গিয়াজভ ৷