নিউইয়র্ক, 23 সেপ্টেম্বর: "কিছুদিন আগেই প্য়ারিস অলিম্পিক্স শেষ হয়েছে ৷ খুব শীঘ্রই ভারতের মাটিতেও অলিম্পিক্স দেখার জন্য প্রস্তুত হন ৷" ঠিক এই ভাষায় মার্কিন মুলুক থেকে দেশের মাটিতে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনদিনের যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কের নাসাউ কলোসিয়ামে সোমবার সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে আরও একবার ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে ইচ্ছেপ্রকাশ করলেন তিনি ৷
ভারতের মাটিতে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' আয়োজনের ব্য়াপারে যে তিনি বদ্ধপরিকর, সে ব্য়াপারে আগেও ইঙ্গিত দিয়েছেন মোদি ৷ 78তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণের সময়ও একই সদিচ্ছা প্রকাশ পেয়েছিল দেশের প্রধানমন্ত্রীর গলায় ৷ আর এদিন নিউইয়র্কে মোদি বলেন, "ভারত এখন সুযোগের অপেক্ষা করে না ৷ বরং ভারত এখন সুযোগ তৈরি করে ৷" এরপরেই অলিম্পিক্স আয়োজনের ব্য়াপারে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া মোদি বলেন, "কিছুদিন আগেই শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স ৷ পরবর্তী অলিম্পিক্সের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ৷ খুব তাড়াতাড়ি আমরা দেশের মাটিতেও অলিম্পিক্সের আসর দেখব ৷ 2036 অলিম্পিক্স আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি ৷"