নয়াদিল্লি, 7 অগস্ট: "চ্য়াম্পিয়নের মতই ফিরবে, আমরা নিশ্চিত ৷" অলিম্পিক্স ফাইনালের আগে ভিনেশ ফোগতের বাতিল হবার ঘোষণায় দেশবাসীর সঙ্গে সঙ্গে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভাষাতেই শক্তি জোগালেন ভিনেশ ফোগতকে ৷ টুইটে প্রধানমন্ত্রী জানালেন, কঠিন সময়ে সমবেদনা জানানোর ভাষা নেই ৷ কিন্তু ভিনেশ ফোগত একজন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ৷
মঙ্গলবার দুরন্ত লড়ে 50 কেজি ক্যাটেগরিতে প্রথম বাউটে ডিফেন্ডিং অলিম্পিক্স চ্যাম্পিয়ন ইযুউই সুসাকিকে হারান ভিনেশ ৷ এর ঠিক একঘণ্টা পর ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান তিনি ৷ এরপর রাতে কিউবার কুস্তিগীর ইউসনেইলিস গুজম্যানকে হারিয়ে সোনার পদকের লড়াই নিশ্চিত করেন হরিয়ানার কুস্তিগীর ৷ বুধবার রাতেই সোনার পদকের লক্ষ্যে মার্কিন কুস্তিগীরের বিরুদ্ধে ম্যাটে নামার কথা ছিল তাঁর ৷ কিন্তু সোনার লক্ষ্যে ম্যাটে নামা হল না অসচেতনতার জেরে ৷