হায়দরাবাদ, 29 ফেব্রুয়ারি:নিজামের শহরে শুরু 'ভারত কা আসলি খেল'-এর মহারণ ৷ আগামিকাল শুক্রবার প্রো-কবাডির দশম সংস্করণের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে হরিয়ানা স্টিলার্স ও পুনেরি পল্টন ৷ এই প্রথমবারের জন্য প্রো কবাডির আসরে ফাইনালে উঠেছে হরিয়ানা স্টিলার্স ৷ গতবার ফাইনালে প্রথম উঠেছিল পুনেরি পল্টন ৷ দু'পক্ষের মধ্য়ে এখনও কোন দলই প্রো-কবাডির খেতাব জিততে পারেনি ৷ তাই আগামিকাল কী হতে চলেছে তা দেখতে অবশ্য়ই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ৷
এবছর 12টি দল অংশ নিয়েছে প্রো-কবাডির সিজন 10-এ ৷ তাতে, তেলুগু টাইটান্স, তামিল থালাইভাস, বেঙ্গালুরু বুলস, বেঙ্গল ওয়ারিয়র্স, দাবাং দিল্লি, ইউ মুম্বা, জয়পুর পিঙ্ক প্যানথার্স, পটনা পাইরেটস, ইউপি যোদ্ধা, গুজরাত ফরচুন জায়ান্টস, হরিয়ানা স্টিলার্স ও পুনেরি পল্টন ৷ সবক'টি জায়গায় ঘুরে ম্য়াচ খেলার পর হায়দরাবাদে ইতিমধ্যেই হয়ে গিয়েছে জোড়া এলিমিনেটর এবং জোড়া সেমিফাইনাল ৷ আগামিকাল ফাইনালও অনুষ্ঠিত হবে হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্পোর্টস কমপ্লেক্সের ইনডোরে ৷