করাচি, 16 জুলাই: ভারত সরকার যে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের অনুমতি দেয়নি ৷ এবার তা নিয়ে লিখিত প্রমাণ চাইল পিসিবি ৷ আগামী বছর ফেব্রুয়ারি মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই ৷ পিসিবি’র সূত্রকে উল্লেখ করে পিটিআই জানিয়েছে, ভারত সরকারের তরফে নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা না-থাকায় অনুমতি দেওয়া হয়নি ৷ বিসিসিআই’য়ের তরফে এমনটাই নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে ৷
পাশাপাশি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্রুত বিষয়টির সুরাহা চেয়েছে ৷ উল্লেখ্য, আগামী বছর 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে ৷ ফলে তার আগে সমস্ত আয়োজন শেষ করতে, দ্রুত এই সমস্যার সমাধান চাইছে পিসিবি ৷ আগামী 19 জুলাই, শুক্রবার কলম্বোতে আইসিসি’র বার্ষিক কনফারেন্স হবে ৷ কিন্তু, সেখানে সংযুক্ত আরব আমিরশাহিতে ‘হাইব্রিড মডেলে’ ভারত খেলতে চায় টুর্নামেন্ট, এমন কোনও আলোচনার অ্যাজেন্ডা রাখা হয়নি ৷ তবে, কোনওভাবে যদি এটি দু’দেশে আয়োজিত হয়, তার জন্য আইসিসি বাড়তি টাকা নির্ধারণ করে রেখেছে ৷