পাঠানকোট, 3 সেপ্টেম্বর: ঘটনার চার বছরের মাথায় শাস্তি পেল অপরাধীরা ৷ 2020 পাঠানকোটে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার পরিজনের বাড়িতে হামলা এবং খুনের ঘটনায় অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত ৷ মঙ্গলবার পাঠানকোট জেলা আদালত ঘটনার জড়িত 12 জনকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছে ৷
কী হয়েছিল সেদিন: পাঠানকোটের থেরিয়াল গ্রামে 2020 সালে একদল দুষ্কৃতী হামলা চালায় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার পিসি আশা দেবীর বাড়িতে ৷ রাতের বেলা হামলার সময় ঘুমের মধ্যে ছিলেন বাড়ির সকল সদস্য ৷ হামলা চালিয়ে বাড়িতে লুটপাটও করে দুষ্কৃতীরা ৷ দুষ্কৃতী আক্রমণে প্রাণ হারান রায়নার পিষেমশাই অশোক কুমার ৷ পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ক্রিকেটারের তুতো ভাইয়ের ৷ হামলাকারীদের মধ্যে মহিলাও ছিল বলে জানা গিয়েছিল ৷
পুলিশের তদন্ত:ঘটনার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে স্থানীয় শাহপুরকান্ডি থানার পুলিশ ৷ অভিযোগের ভিত্তিতে 12 জন দুষ্কৃতীকে খুঁজতে শুরু হয় তল্লাশি ৷ জেলার বিভিন্ন জায়গা থেকে একে একে দুষ্কৃতীদের খুঁজে বের করে পুলিশ ৷ পেশ করা হয় আদালতে ৷ মামলার শুনানির পর অবশেষে মঙ্গলবার পাঠানকোট আদালত 12 জন অভিযুক্তের সাজা ঘোষণা করে ৷
কী সাজা হল অপরাধীদের: ঘটনায় যুক্ত 12 জন অপরাধীর প্রত্যেকেরই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ পাশাপাশি জেলা আদালতের হয়ে নগর দায়রা আদালত 12 জন অভিযুক্তের প্রত্যেককে 2 লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেয় ৷
2020 সালের, 19 অগস্ট অজ্ঞাতপরিচয় কয়েকজন সুরেশ রায়নার পিসির বাড়িতে আক্রমণ চালায় রাতে ৷ করা হয় লুটপাটও ৷ ঘটনায় মৃত্যু হয় রায়নার পিষেমশাই অশোক কুমার (58) ও তুতো ভাই কৌশল কুমারের (32) ৷ আহত হন পরিবারের বাকি সদস্যরাও ৷