ফের অ্যাকশনে মনু, গলফে গগনজিৎ; অলিম্পিক্সে আজ একনজরে ভারতের ইভেন্ট - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024
3 August India Olympic Schedule: প্য়ারিসে গত অলিম্পিক্সের পদকসংখ্যা ছাপিয়ে যেতে বদ্ধপরিকর ভারত ৷ সেই লক্ষ্যেই আজ নামছেন মনু ভাকের, দীপিকা কুমারিরা ৷ জেনে নিন, আজ অলিম্পিক্সে ভারতের কোন কোন ম্যাচ রয়েছে...
প্যারিস, 3 অগস্ট: 25 মিটার এয়ার পিস্তলের ফাইনালে মনু ভাকের, ব্যাডমিন্টনে লক্ষ্য সেনের সেমি-ফাইনালে প্রবেশ ৷ সবমিলিয়ে প্যারিস গেমসের সপ্তমদিন ভালোই গিয়েছে ভারতের জন্য ৷ যদিও তীরে এসে তরী ডুবেছে মিক্সড আর্চারি টিমের ৷ আজ ভারতের ইভেন্ট শুরু হচ্ছে গল্ফ দিয়ে ৷ ব্যক্তিগত রাউন্ডে নামছেন দীপিকা কুমারী, ভজন কৌর ৷ একনজরে আজ অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা ৷
তৃতীয়বার ফাইনালে নামবেন মনু ভাকের ৷ 590 পয়েন্ট নিয়ে 25 মিটার পিস্তলের ফাইনালে পৌঁছেছেন ইতিমধ্যেই দু’টি পদক জিতে ফেলা শুটার ৷ 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জের পর সরবজোৎ সিংকে নিয়ে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ পকেটে পুরেছেন ঝজ্জরের মেয়ে ৷ এবার 25 মিটার এয়ার পিস্তলে পদক এলে ফের নয়া কীর্তির মালকিন হবেন মনু ৷
তিরন্দাজি:
মহিলাদের ব্যক্তিগত 1/8 এলিমিনেশন রাউন্ড, দীপিকা কুমারী - দুপুর 1:52
মহিলাদের ব্যক্তিগত 1/8 এলিমিনেশন রাউন্ড, ভজন কৌর - দুপুর 2:05
বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় ভূরি-ভূরি সাফল্য সত্ত্বেও অলিম্পিক্সে ডাহা ব্যর্থ হন ভারতীয় তিরন্দাজরা ৷ এবারও এখনও পর্যন্ত সেই ধারা অব্যহত ৷ বদলাতে পারবেন দীপিকা কুমারি, ভজন কৌররা ?
সেইলিং:
পুরুষদের ডিঙ্গি, বিষ্ণু সারাভানন - বিকেল 3:45
মহিলাদের ডিঙ্গি, নেত্রা কুমানন - বিকাল 5:55
বক্সিং:
পুরুষদের 71 কেজি কোয়ার্টার ফাইনাল, নিশান্ত দেব - 12:02
বক্সিংয়ে পদক নিশ্চিত করা থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন নিশান্ত দেব ৷ সেমিফাইনালে উঠলে খেলবেন মেক্সিকান মার্কো আলভারেজের বিপক্ষে।