রাওয়ালপিন্ডি, 23 অগস্ট:খেলার মাঠে তাদের বন্ধুত্ব সর্বজনবিদিত ৷ খেলার মাঠে তাদের ছবি ভাতৃত্ববোধের ছবি মেলে ধরে ৷ এবার সেই বাবর আজমের দিকেই ব্যাট ছুড়লেন মহম্মদ রিজওয়ান ৷ রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে চলছে পাকিস্তানের প্রথম টেস্ট ৷ দ্বিতীয় দিনে অপরাজিত 171 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ডানহাতি পাক স্টাম্পার-ব্যাটার রিজওয়ান ৷ যদিও তিনি দ্বি-শতরানে পৌঁছনোর আগেই ইনিংস ডিক্লেয়ার করে দেন বাবর আজম ৷
239 বলে খেলা তাঁর ইনিংসটি 11টি চার ও 3টি ছয়ে সাজানো ৷ একসময় 16 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান ৷ রিজওয়ানের ওই ইনিংসের সুবাদে সেখান থেকে 448 রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান ৷ সঙ্গত করেন সৌদ শাকিলের 141 রানের ইনিংস ৷ তারপরেই অধিনায়ক শান মাসুদ ইনিংস ডিক্লেয়ার করে দেন ।