পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সামনেই প্যারিস অলিম্পিক্স, তার আগেই ফের নির্বাসিত তাবড় কুস্তিগীর বজরং পুনিয়া - Bajrang Punia - BAJRANG PUNIA

Bajrang Punia Suspended by NADA: বারবার বিপাকে পড়ছেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া ৷ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা রবিবার কুস্তিগীর বজরংকে ফের সাসপেন্ড করল ৷ কী কারণে দ্বিতীয়বার তাঁকে নির্বাসিত করল নাডা?

Bajrang Punia Suspended by NADA
তাবড় কুস্তিগীর বজরং পুনিয়া (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 4:20 PM IST

Updated : Jun 23, 2024, 6:43 PM IST

নয়াদিল্লি, 23 জুন: হাতে সময় আর মাত্র একমাস ৷ আগামী 26 জুলাই থেকে প্যারিসে বসতে চলেছে 2024 সামার অলিম্পিক্স ৷ তার আগে রবিবার খারাপ খবর এল কুস্তিতে ৷ এদিন তারকা কুস্তিগীর বজরং পুনিয়াকে সাসপেন্ড করল নাডা ৷ বছর ত্রিশের হরিয়ানার কুস্তিগীরকে গত মার্চ মাসে কিছু সময়ের জন্য নির্বাসিত করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা ৷ কিন্তু, তারপর তাঁর সাসপেনশন তুলে নেওয়া হয়েছিল ৷ কিন্তু, আজ টোকিও অলিম্পিকের ব্রোঞ্জপদক জয়ী বজরংকে ফের সাসপেন্ড করল নাডা। কী কারণে তাঁকে চলতি বছরের ছয় মাসের মধ্যে দু'বার নির্বাসিত করল নাডা?

নাডা বলছে, গত 10 মার্চ সোনিপতে আসন্ন প্যারিস অলিম্পিক্সের জাতীয় পর্যায়ের ট্রায়ালের সময় ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমুনা দেননি বজরং পুনিয়া। সেইসময় প্রভিশনাল সাসপেনশনের বিরুদ্ধে আবেদন করেছিলেন বজরং। তারই ভিত্তিতে নির্বাসন তুলেও নেওয়া হয়েছিল। কিন্তু আজ ফের নির্বাসিত করা হল তাঁকে। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে আরও বলা হয়েছে, 2021 সালের অ্যান্টি ডোপিং নিয়মের 2.3 অনুচ্ছেদে নির্দেশিত নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে প্রোভিশনাল সাসপেনশন দেওয়া হয়েছিল।

বজরংয়ের পালটা দাবি ছিল, তাঁকে মূত্রের নমুনা পরীক্ষার জন্য় মেয়াদ উত্তীর্ণ কিট দেওয়া হয়েছিল ৷ সেই প্রশ্ন তুলে নাডাকে মেইল করলেও জবাব মেলেনি, জানিয়েছিলেন বজরং। এদিকে আজকের নির্বাসিত হওয়ার ঘটনায় তাঁর আইনজীবী বিশুপথ সিংহানিয়া এক সংবাদমাধ্যমে বলেন, "আমরা নিশ্চিতভাবেই এই নোটিসের উত্তর দেব। শেষবারও আমরা শুনানিতে হাজিরা দিয়েছিলাম। এবারও আমরা উত্তর দেব। বজরং কোনও ভুল করেননি। ফলে আমরা লড়াই করব।" আগামী 11 জুলাইয়ের মধ্য়ে বজরংকে উত্তর দিতে হবে। এই নির্বাসন না ওঠা পর্যন্ত বজরং আগামী দিনে, অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের কোনও প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবেন না।

ফের গর্জে উঠলেন বজরং! এবার অলিম্পিক্স নিয়ে সরব তারকা কুস্তিগীর

Last Updated : Jun 23, 2024, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details