নয়াদিল্লি, 23 জুন: হাতে সময় আর মাত্র একমাস ৷ আগামী 26 জুলাই থেকে প্যারিসে বসতে চলেছে 2024 সামার অলিম্পিক্স ৷ তার আগে রবিবার খারাপ খবর এল কুস্তিতে ৷ এদিন তারকা কুস্তিগীর বজরং পুনিয়াকে সাসপেন্ড করল নাডা ৷ বছর ত্রিশের হরিয়ানার কুস্তিগীরকে গত মার্চ মাসে কিছু সময়ের জন্য নির্বাসিত করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা ৷ কিন্তু, তারপর তাঁর সাসপেনশন তুলে নেওয়া হয়েছিল ৷ কিন্তু, আজ টোকিও অলিম্পিকের ব্রোঞ্জপদক জয়ী বজরংকে ফের সাসপেন্ড করল নাডা। কী কারণে তাঁকে চলতি বছরের ছয় মাসের মধ্যে দু'বার নির্বাসিত করল নাডা?
নাডা বলছে, গত 10 মার্চ সোনিপতে আসন্ন প্যারিস অলিম্পিক্সের জাতীয় পর্যায়ের ট্রায়ালের সময় ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমুনা দেননি বজরং পুনিয়া। সেইসময় প্রভিশনাল সাসপেনশনের বিরুদ্ধে আবেদন করেছিলেন বজরং। তারই ভিত্তিতে নির্বাসন তুলেও নেওয়া হয়েছিল। কিন্তু আজ ফের নির্বাসিত করা হল তাঁকে। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে আরও বলা হয়েছে, 2021 সালের অ্যান্টি ডোপিং নিয়মের 2.3 অনুচ্ছেদে নির্দেশিত নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে প্রোভিশনাল সাসপেনশন দেওয়া হয়েছিল।