পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'আমি সম্মানীয় ব্যক্তিত্বদের গুরুত্ব দিই', সেন্টার কোর্টে দর্শকদের ব্যঙ্গের জবাব জকোভিচের - Wimbledon 2024 - WIMBLEDON 2024

Wimbledon 2024: সোমবার রাতে উইম্বলডনের সেন্টার কোর্টকে কলঙ্কিত করল ডেনমার্কের টেনিস খেলোয়াড় হোলগার রুনের সমর্থকরা ৷ 24টি গ্র্যান্ডস্ল্যামজয়ী নোভাক জকোভিচকে ম্যাচের মধ্যেই ব্যঙ্গ করার অভিযোগ উঠল দর্শকদের একাংশের বিরুদ্ধে ৷

Wimbledon 2024
সেন্টার কোর্টে দর্শকদের ব্যঙ্গের জবাব নোভাক জকোভিচের (ছবি- উইম্বলডন এক্স)

By PTI

Published : Jul 9, 2024, 2:01 PM IST

লন্ডন, 9 জুলাই: মুখে নয়, কাজে করে দেখালেন নোভাক জকোভিচ ৷ সোমবার রাতে উইম্বলডনের সেন্টার কোর্টে তাঁকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে আসা প্রতিটি ব্যঙ্গের জবাব ম্যাচের ফলাফলে দিলেন 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা ৷ উইম্বলডনের রাউন্ড অফ সিক্সটিনে ডেনমার্কের প্রতিপক্ষ হোলগার রুনের বিরুদ্ধে 6-3, 6-4, 6-2 স্ট্রেট সেটে জিতলেন জোকার ৷

হোলগার রুন এই টুর্নামেন্টে পঞ্চদশ বাছাই ৷ সোমবার রাতে সেন্টার কোর্টে তাঁর প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ ৷ নির্ধারিত সময় ম্যাচ শুরু হওয়ার সময় সবই ঠিকঠাক ছিল ৷ কিন্তু, জকোভিচের সামনে রুন পিছিয়ে পড়তেই, আসরে নামে তাঁর সমর্থকরা ৷ রুনের নাম নিয়ে সমর্থনের নামে, নোভাককে ব্যঙ্গ করতে শুরু করে ডেনমার্কের সমর্থকরা ৷ এটা এর আগেও হয়েছে, হোলগার রুনের প্রতিপক্ষের সঙ্গে ৷ তাই বলে 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর বিরুদ্ধে এমন আচরণ ! অবশ্যই নিন্দনীয় ৷

কিন্তু, বড় খেলোয়াড়রা পারিপার্শ্বিক আওয়াজে প্রভাবিত হন না ৷ তা আরও একবার প্রমাণ করলেন নোভাক ৷ যত 'রুন' নামটি দীর্ঘায়িত করে উচ্চারণের বাহানায়, নোভাককে 'বুয়িং' করা হচ্ছিল, তত নোভাকের খেলার ধার বাড়ছিল উইম্বলডনের সেন্টার কোর্টে ৷ মাত্র দু’ঘণ্টায় হোলগার রুনের উইম্বলডনের সফর শেষ করে দেন নোভাক ৷

ম্যাচ শেষে নিজের পারফর্ম্যান্স নিয়ে খুব সংক্ষিপ্তই বক্তব্য রাখেন দীর্ঘ সময়ের এক নম্বর টেনিস তারকা ৷ দর্শকদের একাংশের আচরণের জবাব দিলেন তিনি, "সম্মানীয় সকল সমর্থক এবং যাঁরা এখানে উপস্থিত আছেন, আমি হৃদয়ের অন্তর থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই ৷ আমিও আপনাদের সমর্থন করি ৷ আর সেই সমস্ত লোকজন যাঁরা, আজকে একজন খেলোয়াড়কে অসম্মানের পথ বেছে নিয়েছিলেন, তাঁদের সবাইকে 'গু.......ড নাইট ! গু......ড নাইট ! ভেরি গু......ড নাইট' ৷"

এনিয়ে নোভাক বলেন, "তাঁরা যা করেছেন, তা করেছেন ৷ আমি এটাকে মানতে পারছি না ৷ আমি জানি তাঁরা সকলে রুনকে সমর্থন করছিলেন ৷ কিন্তু, সেটা ব্যঙ্গ করার একটা বাহানা মাত্র ৷ শুনুন আমি 20 বছরের উপর বিভিন্ন দেশে সফর করছি ৷ তাই বিশ্বাস করুন, আমি এসব কৌশল ভালোভাবেই জানি ৷ আমি জানি কীভাবে কাজ করতে হয় ৷ ঠিক আছে ৷ আমি শুধুমাত্র সম্মানীয় ব্যক্তিদের গুরুত্ব দিই ৷ যাঁরা অর্থ দিয়ে টিকিট কেটে খেলা দেখতে আসেন এবং খেলাটাকে সম্মান করেন এবং ভালোবাসেন ৷ আমি এখানকার সেই সকল খেলোয়াড়দের সম্মান করি, যাঁরা নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করেন ৷"

ABOUT THE AUTHOR

...view details