কলকাতা, 21 এপ্রিল: রবিবার ঘরের মাঠে আরসিবি'র বিরুদ্ধে নামছে কেকেআর । তার আগে প্র্যাকটিসে নাইট বোলাররা অনুপস্থিত । টিম হোটেলে তাঁদের সঙ্গে মিটিং করেন ভরত অরুনরা । আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রান করেও হেরে গিয়েছে কলকাতা। তবে এবার সামনে লিগ টেবিলের সবচেয়ে তলায় থাকা বেঙ্গালুরু ।
সাংবাদিক সম্মেলনে এসে নাইট পেসার বৈভব আরোরা জানিয়েছেন, আরসিবির পুরো দলকে নিয়েই তাঁরা চিন্তা-ভাবনা করেছেন। কোনও বিশেষ ব্যক্তিকে নিয়ে নয় । তাই বিরাট কোহলিকে নিয়ে আলাদা আলোচনা হয়নি । তবে তার আগে কেকেআরের পডকাস্টে যোগ দেন মেন্টর গৌতম গম্ভীর । এই অনুষ্ঠানে ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি নিজের প্রিয় ফুটবলারকেও নিয়ে মুখ খুললেন তিনি ।
রোনাল্ডো না মেসি কে তাঁর প্রিয় ফুটবলার? গম্ভীর বলেছেন, "ওঁরা কেউই আমার পছন্দের ফুটবলার নন । আমার র্যাশফোর্ডের খেলা ভালো লাগে। তাই ওঁর নাম বলেছি।" এই শোতে তাঁর মিষ্টি হাসির প্রশংসা করা হয় । এই প্রসঙ্গে গম্ভীর বলেন, "আমার হাসি নিয়ে এত প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ। আমার স্ত্রী'ও এত প্রশংসা করেনি কোনও দিন । মানুষ আমার হাসি দেখতে আসে না, মানুষ কেকেআরের জয় দেখতে আসে ।" কেকেআর ভক্তদের আবেগ নিয়েও আপ্লুত তিনি । কেকেআর-এর মেন্টর বলেছেন,"সবচেয়ে বিশ্বস্ত এবং আবেগী ভক্ত রয়েছে কেকেআরের কাছে ।"