লেইপজিগ, 22 জুন:প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জয় পেলেও ফ্রান্সের খেলায় মন ভরেনি ৷ তাই দ্বিতীয় ম্যাচে তারকাখচিত ফ্রান্সকে চেনা ছন্দে দেখতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ প্রতিপক্ষ প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেওয়া নেদারল্যান্ডস ৷ সবমিলিয়ে এক উপভোগ্য ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছিল ফুটবল বিশ্ব ৷ কিন্তু অনুরাগীদের হতাশ করে ইউরোর গ্রুপ 'ডি'তে হাইভোল্টেজ ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে ৷
প্রথম ম্যাচে নাকে চোট পাওয়া কিলিয়ান এমবাপেকে নয়া মাস্কে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু রিয়াল মাদ্রিদের নয়া তারকাকে এদিন পরিবর্ত হিসেবেও ব্যবহার করলেন না দিদিয়ের দেশঁ ৷ ফল যা হওয়ার তাই ৷ সারা ম্যাচ জুড়ে ফরাসিদের আক্রমণের ঝাঁঝটাই উধাও এদিন ৷ তারপরেও গোলের একাধিক সহজ সুযোগ এসেছিল দু'বারের চ্যাম্পিয়নদের কাছে ৷ কিন্তু একাধিক ক্ষেত্রে হেলায় সুযোগ নষ্ট করে যান আতোয়াঁ গ্রিজম্যান, আদ্রিয়েন ব়্যাবিয়টরা ৷