মুম্বই, 24 মার্চ: হার্দিক পান্ডিয়া ৷ আইপিএলের সপ্তদশ সংস্করণের একমাত্র অধিনায়ক, যিনি ফ্র্যাঞ্চাইজি লিগের তাজ মাথায় পরেছেন ৷ কুড়ি-বিশের লড়াইয়ে এবার বিতর্কের যাবতীয় কেন্দ্রবিন্দুতেও তিনিই ৷ দেশকে বিশ্বকাপ ফাইনালে তোলা, মুম্বইকে পাঁচটি আইপিএল দেওয়া রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে টুর্নামেন্টের সফলতম ফ্যাঞ্চাইজি ৷ তরুণ অধিনায়ক হিসেবে হার্দিকের উপর দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগও করতে চাইছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ৷ যা মেনে নিতে পারেননি বেশিরভাগ সমর্থকই ৷
ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল, তারা সিনিয়র ক্রিকেটার রোহিতকে ভবিষ্যতে মুম্বই ইন্ডিয়ান্সের পথপ্রদর্শক হিসেবে চাইছে ৷ তাঁর অভিজ্ঞতাকে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যে ব্যবহার করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি ৷ তবে, বিশ্বকাপে অসাধারণ পারফর্ম্যান্স করা রোহিতকে হঠাৎ করে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া অবশ্য অবাক করার মতো ঘটনা ৷ এমনকী ভারতীয় দলের বর্তমান অধিনায়ককে এভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া আইপিএলের ইতিহাসে প্রথম ৷