হায়দরাবাদ, 25 ফেব্রুয়ারি:সোশাল মিডিয়ার বাড়বাড়ন্তের যুগে প্রচারবিমুখ তিনি ৷ সোশাল মিডিয়াতেও উদয় হন কালেভদ্রে একবার ৷ অথচ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের প্রায় পাঁচ বছর বাদেও তাঁকে নিয়ে সংবাদমাধ্যমের কৌতূহল হার মানাবে যে কোনও তরুণ ক্রিকেটারকে ৷ কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ৷ 43 পূর্ণ করেও বাইশ গজের সঙ্গে তাঁর হৃদ্যতা কমেনি এতটুকু ৷ তবে ব্যপ্তি বিরাট নয় ৷ বছরে একবার আইপিএল নামক উৎসব এলেই এখন দেখা মেলে দেশকে জোড়া বিশ্বকাপ দেওয়া অধিনায়কের ৷ এহেন ধোনি আইপিএলের অষ্টাদশ সংস্করণ শুরু হওয়ার একমাস আগে চর্চায় ৷ বিভিন্ন রিপোর্টে প্রকাশ 2025 আইপিএলে নয়া ব্য়াট নিয়ে নামছেন তিনি ৷
কোটিপতি লিগের নয়া নিয়ম মেনে আনক্য়াপড ক্রিকেটার হিসেবে এমএসডি'কে রিটেইন করেছে চেন্নাই সুপার কিংস ফ্র্য়াঞ্চাইজি ৷ কয়েক সপ্তাহ ধরে আইপিএল প্রস্তুতিতে ডুবে রয়েছেন কিংবদন্তি ৷ সূত্রের খবর, প্রচারের আড়ালে জেএসসিএ স্টেডিয়াম কমপ্লেক্সের ইন্ডোরে বোলিং মেশিনের সাহায্যে ব্যাটিং অনুশীলনে মগ্ন তিনি ৷ এমন সময় ধোনির নয়া ব্যাট চর্চা বাড়িয়েছে অনুরাগী মহলে ৷
জানা গিয়েছে ব্যাটের ওজন বেশ অনেকটা কমিয়ে এবারের আইপিএলে মাঠে নামছেন 'থালা' ধোনি ৷ যে ব্য়াটগুলির ওজন রাখা হচ্ছে 1200-1230 গ্রামের মধ্যে ৷ এক সূত্রের তরফে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস'কে বলা হয়েছে, "মেরঠের এক ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার তরফে ধোনিকে ইতিমধ্যেই চারটি ব্য়াট পাঠানো হয়েছে ৷" উল্লেখ্য, ভারত বনাম পাকিস্তান ম্যাচে ধারাভাষ্যের সময় এ বিষয়ে আভাস দিয়েছিলেন জাতীয় দল এবং চেন্নাই সুপার কিংসে ধোনির প্রাক্তন সতীর্থ সুরেশ রায়নাও ৷
ঘরোয়া ক্রিকেটে একদা ধোনির অন্য এক সতীর্থ দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস'কে জানিয়েছেন, ব্যাটগুলির আকৃতি একই থাকলেও ওজন 1230 গ্রামের আশেপাশে রাখা হচ্ছে ৷ অর্থাৎ, সাম্প্রতিক অতীতে 1250-1300 গ্রামের মিডলওয়েট ব্য়াট ব্যবহার করা ধোনি আসন্ন আইপিএলে ব্য়াটের ওজন কমিয়ে আনছেন অনেকটাই ৷ এদিকে, চেন্নাই সুপার কিংস আগামী 10 মার্চ আসন্ন আইপিএলের প্রস্তুতি শিবির শুরু করছে বলে খবর ৷ 9 মার্চ পর্যন্ত চিপক স্টেডিয়াম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই ৷ অর্থাৎ, নিষেধাজ্ঞা উঠতেই আইপিএল প্রস্তুতিতে মাতবে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷