পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 12:07 PM IST

ETV Bharat / sports

নীরজ চোপড়ার পরামর্শ মেনে 2026 এশিয়াডে পদকে চোখ মৌমিতার - Federation Cup Athletics Meet

Federation Cup Athletics Meet: ভুবনেশ্বরে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স মিটে পোডিয়ামে জোড়া পদক জিতেছেন বাংলার মৌমিতা মণ্ডল ৷ হুগলির জিরাটের মৌমিতার প্রথম অনুপ্রেরণা সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর দ্বিতীয়জন অলিম্পিক সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া ৷

ETV BHARAT
ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স মিটে জোড়া পদক বাংলার মৌমিতা মণ্ডলের ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 17 মে:হুগলির জিরাট থেকে ভুবনেশ্বরে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স মিটে পোডিয়ামে ওঠার দৌড়টা সহজ ছিল না ৷ কঠিন হলেও হার না মানা মনোভাবকে সঙ্গী করে মৌমিতা মণ্ডল আজ সাফল্যের সরণিতে ৷ একশো মিটার হার্ডলস ও লং জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন বাংলার এই মেয়ে ৷ 22 বছরের মৌমিতা এবার তাঁর স্বপ্নের পরিধি বাড়াতে চান ৷

হুগলি জেলার বলাগড়ের জিরাট স্টেশনে মৌমিতার বাবার চায়ের দোকান ৷ মা গৃহবধু হলেও ছোটদের টিউশনি করেন নিজের জ্ঞানচর্চার জন্য ৷ মৌমিতারা দুই বোন ৷ মধ্যবিত্ত সংসার হলেও স্বপ্নের পরিধিটা ছোট নয় ৷ আর এই স্বপ্নপূরণে মৌমিতার পুঁজি বাবা-মায়ের উৎসাহ এবং নীরজ চোপড়ার উপদেশ ৷ ছোটবেলায় বাবার সঙ্গে টিভিতে ক্রিকেট খেলা দেখত মৌমিতা ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাটিং খুব ভালো লাগত ৷ ঠিক করেই ফেলেছিলেন ক্রিকেটার হবেন ৷ সেই ভাবনা থেকেই ক্রিকেট খেলা শুরু ৷ কিন্তু, ক্রিকেটার হয়ে ওঠার ঝক্কি এবং খরচ দু’টোই বেশি বলে ক্রিকেটকে দূরে সরিয়ে অ্যাথলোটিক্সে মনোনিবেশ করেন মৌমিতা মণ্ডল ৷

মৌমিতা বলেন, "আমি একটু বেশি বয়সেই অ্যাথলেটিক্স শুরু করেছিলাম ৷ রাজ্য পর্যায়ে একবারই জুনিয়র বিভাগে নামার সুযোগ হয়েছিল ৷ তারপর থেকেই আমি ওপেন টু অল বিভাগে অংশ নিচ্ছি ৷ অর্জুন সরকার আমার প্রথম কোচ ৷ তারপর হার্ডলস শুরু শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবে শুভময় দাসের অধীনে ৷ শ্রীরামপুর থেকে আমি ভুবনেশ্বরে চলে গিয়েছিলাম ৷ সেখানে দু’বছর ট্রেনিং করার পরে আমি মুম্বইতে রিলায়েন্স ফাউন্ডেশনে চলে এসেছি ৷ সেখানেই রাহুল বশিষ্ঠ এবং জেমস হিলিয়ার্ডের কাছে রয়েছি ৷"

ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স মিটের পোডিয়ামে মৌমিতা মণ্ডল (ডানদিকে) ৷ (নিজস্ব চিত্র)

মৌমিতা 2026 সালের এশিয়ান গেমসকে পাখির চোখ করতে চাইছেন ৷ তার আগে আসন্ন সাফ গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেকে পোডিয়ামে দেখতে চান ৷ সেই লক্ষ্যপূরণে মৌমিতার আদর্শ নীরজ চোপড়া ৷ ভুবনেশ্বরে ফেডারেশন কাপের আসরে নীরজ চোপড়ার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে তাঁর ৷ প্রথম সাক্ষাতে ভারতের সর্বকালের সেরা অ্যাথলিটের পরামর্শে মৌমিতা যেন নিজের লক্ষ্যপূরণের দৌড়ে নতুনভাবে স্ট্যান্স ঠিক করছেন ৷

রাজ্য পর্যায়ে একশো মিটার হার্ডলস, লংজাম্প এবং ট্রিপল জাম্পে অংশ নিতেন মৌমিতা ৷ ট্রিপল জাম্পে রাজ্য পর্যায়ে পদক রয়েছে ৷ আপাতত ট্রিপল জাম্পে আর অংশ নেন না মৌমিতা ৷ কারণ হিসেবে বলেন, "আমি শুরুটা অন্যদের তুলনায় একটু দেরিতে শুরু করেছিলাম ৷ সেদিক থেকে আমার উঠে আসাটা দ্রুত ৷ বরাবরই মানসিক জোরটা বেশি ৷ আসলে অ্যাথলিটদের এত বেশি উত্থান-পতন, চোট-আঘাতের মধ্যে দিয়ে যেতে হয়, যে মানসিক দৃঢ়তা তৈরি হয়ে যায় ৷"

এবারের ফেডারেশন কাপে মাত্র 151 মিনিটের ব্যবধানে একশো মিটার হার্ডলস এবং লংজাম্প ইভেন্টে নামতে হয়েছিল ৷ মানসিক স্থিরতা এই ক্ষেত্রে ভীষণ জরুরি ৷ মৌমিতা বলছেন দু’দিন আগে যেহেতু ইভেন্টের সূচিটা চলে এসেছিল, তাই মানসিক প্রস্তুতিটা সেরে রাখা ছিল ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাটিং ও আগ্রাসী ক্রিকেট যদি মৌমিতাকে খেলোয়াড় হওয়ার জন্য অনুপ্রাণিত করে ৷ তাহলে নীরজ চোপড়ার একাগ্রতা, শৃঙ্খলাপরায়নতা সাফল্যের সরণিতে হাঁটতে উৎসাহিত করছে ৷ ভুবনেশ্বরে নীরজ চোপড়ার সঙ্গে দেখা করে সাফল্যের রহস্যটা জানতে চেয়েছিলেন ৷

মৌমিতা সেই সাক্ষাৎ নিয়ে বলেন, "নীরজ চোপড়া দেশের সবচেয়ে শৃঙ্খলাপরায়ন অ্যাথলিট ৷ একদিন কথা বলেছিলাম ওনার সঙ্গে ৷ জানতে চেয়েছিলাম একশো শতাংশ ট্রেনিং করার পরেও সাফল্য 20 শতাংশ অ্যাথলিট পায় কেন ? শৃঙ্খলাপরায়ন ভাবে ট্রেনিংয়ের অর্থ মাঠের বাইরেও কতটা শৃঙ্খলার মধ্যে থাকছি ৷ ট্রেনিংয়ের পরে ঘুরে বেড়াচ্ছ বা অন্য কিছুতে ব্যস্ত থাকছ তাহলে হবে না ৷ শরীরকে পর্যাপ্ত বিশ্রাম, ট্রেনিংয়ের ভুলভ্রান্তি নিয়ে ভাবনাচিন্তা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ৷ আমি আগে এতটা শৃঙ্খলাবদ্ধ ছিলাম না ৷ কিন্তু, দাদার কাছ থেকে পরামর্শ পেয়ে অনেক বেশি শৃঙ্খলাপরায়ন হয়ে উঠেছি ৷ বারবার ফোকাস থাকার কথা বলেছেন দাদা ৷"

2026 সালের এশিয়ান গেমসকে পাখির চোখ করলেও, মাঝে দেশীয় এবং আর্ন্তজাতিক প্রতিযোগিতায় পদক জয়ের অভ্যাসটা গড়ে তুলতে চান ৷ নীরজ চোপড়ার পরামর্শ মেনে প্রতিবন্ধকতার যাবতীয় হার্ডলস টপকে দেশকে পদক দিতে চান হুগলির মৌমিতা ৷

আরও পড়ুন:

  1. কলকাতাতেই কেরিয়ারের ইতি! জাতীয় দলের জার্সিতে অবসর ঘোষণা সুনীলের
  2. তিন বছর পরে ফেড কাপে ফিরে সোনা জয় নীরজ চোপড়ার
  3. জামাইয়ের অবসরের সিদ্ধান্তে সহমত সুব্রত

ABOUT THE AUTHOR

...view details