হায়দরাবাদ, 19 জানুয়ারি: স্পেন এবং পর্তুগালের সঙ্গে 2030 ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো ৷ দায়িত্ব বর্তানোর পর থেকেই ফুটবলপ্রেমীদের আলোচনা কেন্দ্রে আশরফ হাকিমির দেশ ৷ মরক্কোর বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে চর্চার মধ্যেই সম্প্রতি সামনে এসেছে ভয়ানক তথ্য এবং ছবি ৷ ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী উত্তর আফ্রিকার দেশটি 2030 ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে 30 লক্ষ পথকুকুর হত্য়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই নিধন-যজ্ঞ ৷
বিশ্বের সামনে দেশের বিভিন্ন শহরকে ঝাঁ-চকচকেভাবে উপস্থাপন করতে গিয়ে মরক্কোর এহেন নির্মম পরিকল্পনায় নিন্দার ঝড় সর্বত্র ৷ গতবছর থেকে হাজারো পথকুকুরকে ইতিমধ্যেই সেদেশে হত্যা করা হয়েছে বলে ডেইলি মেইলের রিপোর্টে প্রকাশ ৷ বিষাক্ত খাবার খাইয়ে, গুলি করে অবলা প্রাণীদের সেদেশে মেরে ফেলার ছবিও সামনে এসেছে ৷ এমন অবস্থায় আসরে নেমেছে আন্তর্জাতিক পশুপ্রেমী সংগঠন আইডব্লিউএপিসি (IAWPC) ৷ এর বিরুদ্ধে প্রতিবাদেও সরব হয়েছে তাঁরা ৷
বিশ্বজুড়ে নিন্দার পরিপ্রেক্ষিতে অবস্থা বেগতিক দেখে ফিফা'কে মরক্কো জানায়, গতবছর অগস্টে পথকুকুর নিধন-যজ্ঞে রাশ টেনেছে তাঁরা ৷ অথচ আইডব্লিউএপিসি দাবি করছে, নির্মম হত্যা এখনও জারি রয়েছে আফ্রিকার দেশটিতে ৷ সংগঠনটি জানিয়েছে, মরক্কোর রাস্তাঘাটে যত্রতত্র গানম্যান ঘুরে বেড়াচ্ছে ৷ কুকুর দেখলেই গুলি করা হচ্ছে তাদের ৷ এরপর যন্ত্রণায় ছটফট শুরু করলে অবলা প্রাণীদের ট্রাকে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং মেরে ফেলা হচ্ছে ৷