চেন্নাই, 14 সেপ্টেম্বর: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম ক্রিকেট অনুরাগীদের কাছে পরিচিত চিপক নামে ৷ আর চিপকের পরিচিতি তার স্পিনবান্ধব বাইশ গজের জন্য ৷ স্পিনবান্ধব চিপকে স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ৷ ইতিমধ্যেই মেরিনা বিচের শহরে প্রস্তুতি শুরু করে দিয়েছে গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি ৷ মজার বিষয় হল স্পিনার এবং পেসার মিলিয়ে চেন্নাইয়ে ভারতীয় শিবিরে দেখা মিলছে একাধিক নেট বোলারের ৷ তাই ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের বাইশ গজ কেমন হবে, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য ৷
ভারতের নয়া বোলিং কোচ মর্নি মর্কেলের আসন্ন বাংলাদেশ সিরিজে প্রথম পরীক্ষা ৷ তার আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ে ভারতীয় স্পিন এবং পেস বোলাররা অনুশীলনের জন্য দু'টি ভিন্ন পিচ ব্যবহার করছেন ৷ সেইসঙ্গে একাধিক বোলারকে ডাকা হয়েছে নেটে ৷ সেখানে যেমন নাইট পেসার বৈভব অরোরা, অর্পিত গুলেরিয়া, সিমরজিৎ সিং, যুধবীর সিংদের মত পেসারদের ডাকা হয়েছে; তেমনই দেখা মিলছে এস অজিত রাম, এম সিদ্ধার্থ, পি ভিগনেশদের মত স্পিনারদের ৷