পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাঁচ বলে রান তুলল প্রতিপক্ষ, বিশ্বকাপ কোয়ালিফায়ারে সবচেয়ে কম রানের নজির মঙ্গোলিয়ার - LOWEST TOTAL IN T20I

MONGOLIA RECORED LOWEST TEAM TOTAL IN T20I: 120 বলের ইনিংসে 115 বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নিল সিঙ্গাপুর ৷ সৌজন্য়ে মঙ্গোলিয়া ৷ পরবর্তী টি-20 বিশ্বকাপের জন্য এশিয়ার যোগ্যতা অর্জন পর্বে 10 রানে অল-আউট হয়ে গেল তারা ৷ সেইসঙ্গে গড়ল সর্বনিম্ন রানের নজির ৷

T20 WC TROPHY
টি-20 বিশ্বকাপ ট্রফি (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Sep 5, 2024, 6:51 PM IST

বাঙ্গি (মালয়েশিয়া), 5 সেপ্টেম্বর:আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সবচেয়ে কম রানের নজির গড়ল মঙ্গোলিয়া ৷ বৃহস্পতিবার মালয়েশিয়ার বাঙ্গিতে পরবর্তী টি-20 বিশ্বকাপের যোগ্যতা অর্জন (এশিয়া) পর্বে মাত্র 10 রানে অল-আউট হয়ে গেল তারা ৷ সেইসঙ্গে আন্তর্জাতিক টি-20'তে যুগ্মভাবে সর্বনিম্ন স্কোরের নজিরে নাম লেখাল মঙ্গোলিয়া ৷ জবাবে মাত্র পাঁচ বলে রান তুলে খেলা শেষ করে দিল সিঙ্গাপুর ৷

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন স্কোরের নজির ছিল আইল অফ ম্যানের ৷ গত বছর স্পেনের বিরুদ্ধে তারাও শেষ হয়ে গিয়েছিল 10 রানে ৷ এদিন সেই অযাচিত নজিরে ভাগ বসাল মঙ্গোলিয়া ৷ তাও আবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ৷ এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে পূর্ব এশিয়ার দেশটি ৷ সিঙ্গাপুরের লেগ স্পিনার হর্ষ ভরদ্বাজের ঘূর্ণিতে 10 ওভার খেলে 10 রানে অল-আউট হয়ে যায় তারা ৷

রেকর্ডের ম্য়াচে হাফ-ডজন উইকেট ঝুলিতে ভরেন সিঙ্গাপুর লেগ-স্পিনার ৷ মঙ্গোলিয়ার 11 জন ব্যাটারের সংগৃহীত রান ক্রমানুসারে 0 1 0 1 2 0 0 1 2 0 1 ৷ জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়ে বসে সিঙ্গাপুর ৷ আউট হন অধিনায়ক মনপ্রীত সিং ৷ কিন্তু বাকি চার বলে প্রয়োজনীয় 11 রান তুলে স্মরণীয় জয় পায় তারা ৷ 120 বলের ইনিংসে 115 বল বাকি থাকতেই জিতে যায় তারা ৷ উল্লেখ্য, আন্তর্জাতিক টি-20'তে সর্বনিম্ন স্কোরের প্রথম পাঁচের তিনটিই মঙ্গোলিয়ার দখলে ৷

একনজরে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বনিম্ন পাঁচ স্কোর:

10 (মঙ্গোলিয়া) বনাম সিঙ্গাপুর -2024

10 (আইল অফ ম্যান) বনাম স্পেন - 2023

12 (মঙ্গোলিয়া) বনাম জাপান - 2024

17 (মঙ্গোলিয়া) বনাম হংকং - 2024

24 (তুরস্ক) চেক প্রজাতন্ত্র - 2019

ABOUT THE AUTHOR

...view details