কলকাতা, 30 অগস্ট: শনিবার 18তম ডুরান্ড জেতার লক্ষ্যে নামবে মোহনবাগান । গঙ্গাপাড়ের ক্লাবের এটি 30তম ডুরান্ড কাপ ফাইনাল ৷ শনিবাসরীয় সন্ধ্যায় ডুরান্ড ঘরে তুললে একাধিক নজির গড়বে দেশের অন্যতম প্রাচীন ও কুলীন ফুটবল টুর্নামেন্টের সফলতম ক্লাব ৷ শনিবার প্রিয় দলকে সমর্থন করতে মাঠে যাবেন ? রইল টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য...
আগামিকাল বিকেল 5.30 মিনিটে মুখোমুখি হবে দুই দল ৷ শেষবার আইএসএলে মুখোমুখি হয়েছিল মোহনবাগান-নর্থইস্ট ৷ ফেব্রুয়ারিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান জিতেছিল 4-2 ব্যবধানে ৷ পরিসংখ্যান বলছে, দু’দলের সাক্ষাতেও পাল্লা ভারি বাগানের ৷ 10বার সাক্ষাতে একটি ম্যাচে মীমাংসা হয়নি ৷ মাত্র দু’টি জিতেছে নর্থইস্ট ৷ মোহনবাগান বাজিমাত করেছে 7টি ম্যাচে ৷
|
150 টাকা:B1, B3, D1 ও D3 স্ট্যান্ড
200 টাকা:B2, C1 ও D2 স্ট্যান্ড (নর্থইস্ট ফ্যানদের জন্য)