পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডুরান্ড ফাইনালে নামছে সবুজ-মেরুন, কোথায় দেখাবে মোহনবাগানের খেলা ? - Durand Cup Final Live Streaming - DURAND CUP FINAL LIVE STREAMING

Mohun Bagan Super Giant Vs NorthEast United FC: শনিবার 18তম ডুরান্ড জেতার লক্ষ্যে নামবে মোহনবাগান । গঙ্গাপাড়ের ক্লাবের এটি 30তম ডুরান্ড কাপ ফাইনাল ৷ নর্থইস্ট ইউনাইটেডে’র সামনে সবুজ-মেরুন ৷ কোথায় দেখবেন প্রিয় দলের খেলা ? জেনে নিন ৷

Mohun Bagan Super Giant Vs NorthEast United
ডুরান্ড ফাইনালে নামছে সবুজ-মেরুন (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 30, 2024, 3:31 PM IST

কলকাতা, 30 অগস্ট: আরজি কর কাণ্ডে ডুরান্ড সরে গিয়েছিল ৷ সেমি-ফাইনালে ফের ঘরের মাঠে ফিরেছে সবুজ-মেরুন ৷ শেষ চারে নিজেদের কাজটা করার পর শনিবার যুবভারতীতেই নামবে মোহনবাগান ৷ শনিবাসরীয় সন্ধ্যায় ডুরান্ড ঘরে তুললে একাধিক নজির গড়বে দেশের অন্যতম প্রাচীন ও কুলীন ফুটবল টুর্নামেন্টের সফলতম ক্লাব ৷ বিপুল জনসমর্থনে খানিক হলেও এগিয়ে থাকবে হোসে মোলিনার ছেলেরা ৷

ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডে’র বিরুদ্ধে নামছে মোহনবাগান । ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ঝুলিতে ফের ডুরান্ড যায় কি না, তা আজ হবে শনিবার সন্ধ্যায় ৷ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 18তম ডুরান্ড জেতার লক্ষ্যে নামবে মোহনবাগান । গঙ্গাপাড়ের ক্লাবের এটি 30তম ডুরান্ড কাপ ফাইনাল ৷ কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?

প্রাক মরশুম প্রস্তুতির মধ্যেই নিজের কাজটা করে দিয়েছেন কোচ হোসে মোলিনা ৷ এবার বাকিটা তাঁর ফুটবলারদের উপর । ইতিমধ্যেই সবুজ-মেরুন কোচ একাধিকবার বলেছেন, তাঁর দলের প্রস্তুতি চলছে ৷ সঠিকভাবে দল তৈরি নয় ৷ ডুরান্ডকে তিনি প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখছেন । ফলে প্রস্তুতি পর্বেই ট্রফি ক্যাবিনেটে কাপ-প্রাপ্তি হলে, তা বাকি মরশুমে বাগানের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়িয়ে দেবে ৷

  • মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের সময়:

শনিবার বিকেল 5.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড ফাইনাল ম্যাচ ৷ মোহনবাগান শেষ চারে ওঠায় ডুরান্ড ফিরেছে কলকাতায় ৷ ফাইনাল ম্যাচও হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷

  • কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম নর্থইস্ট ম্যাচ সম্প্রচার করবে ?

মোহনবাগান বনাম নর্থইস্ট ম্যাচ সনি স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ Sony TEN 2 SD TV চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও সনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ম্যাচ দেখা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details