কলকাতা, 13 সেপ্টেম্বর: বদলা নেওয়ার সুযোগ এসেছিল ৷ দুরন্ত ফুটবলে জয়ের কাছে এসেও জয় অধরা বাগানের ৷ আইএসএল 2024-25 এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে আটকে গেল লিগ শিল্ড জয়ীরা ৷ 2-2 গোলে শেষ হল আইএসএলের অন্যতম সেরা দুই দলের লড়াই ৷
গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে 9 মিনিটেই এগিয়ে গিয়েছিল লিগ শিল্ড জয়ীরা ৷ লিস্টন কোলাসোর মাইনাস তিরির পায়ে লেগে মুম্বইয়ের জালে জড়িয়ে যায় ৷ 29 মিনিটের মাথায় দুরন্ত শটে মুম্বইয়ের জালে বল জড়িয়ে দেন আলবার্তো রদ্রিগেজ ৷ অফ-সাইডের কবলে পড়ে বাতিল হয়েছে বিপিন সিংয়ের গোল ৷ প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে মাঠ ছেড়েছিল গঙ্গাপাড়ের ক্লাব ৷
দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টারের শেষে ব্যবধান কমান হোসে লুইস এস্পিনোসা অ্যারোয়ো ওরফে তিরি ৷ প্রথমার্ধের আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করেন প্রাক্তন সবুজ-মেরুন তারকা ৷ ম্যাচের শেষলগ্নে এসে সমতা ফেরান থায়ের ক্রৌমা ৷