পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুহূর্তের ভুলে জয় হাতছাড়া, প্রথম ম্যাচেই আটকে গেল বাগান - Indian Super League - INDIAN SUPER LEAGUE

MBSG vs MCFC in ISL Match: আইএসএলে মোহনবাগান-মুম্বই লড়াই মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ । বদলার ম্যাচে মুম্বই সিটি এফসি’র কাছে আটকে গেল সবুজ-মেরুন ৷

MBSG vs MCFC in ISL Match
আটকে গেল মোহনবাগান (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 13, 2024, 9:29 PM IST

Updated : Sep 13, 2024, 9:40 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: বদলা নেওয়ার সুযোগ এসেছিল ৷ দুরন্ত ফুটবলে জয়ের কাছে এসেও জয় অধরা বাগানের ৷ আইএসএল 2024-25 এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে আটকে গেল লিগ শিল্ড জয়ীরা ৷ 2-2 গোলে শেষ হল আইএসএলের অন্যতম সেরা দুই দলের লড়াই ৷

গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে 9 মিনিটেই এগিয়ে গিয়েছিল লিগ শিল্ড জয়ীরা ৷ লিস্টন কোলাসোর মাইনাস তিরির পায়ে লেগে মুম্বইয়ের জালে জড়িয়ে যায় ৷ 29 মিনিটের মাথায় দুরন্ত শটে মুম্বইয়ের জালে বল জড়িয়ে দেন আলবার্তো রদ্রিগেজ ৷ অফ-সাইডের কবলে পড়ে বাতিল হয়েছে বিপিন সিংয়ের গোল ৷ প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে মাঠ ছেড়েছিল গঙ্গাপাড়ের ক্লাব ৷

দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টারের শেষে ব্যবধান কমান হোসে লুইস এস্পিনোসা অ্যারোয়ো ওরফে তিরি ৷ প্রথমার্ধের আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করেন প্রাক্তন সবুজ-মেরুন তারকা ৷ ম্যাচের শেষলগ্নে এসে সমতা ফেরান থায়ের ক্রৌমা ৷

জেমি ম্যাকলারেন না-থাকলেও দ্রিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসরাও মুম্বই রক্ষণের পরীক্ষা নিতে তৈরি ছিলেন । দিমি চেষ্টা করলেও সেভাবে পাওয়া গেল না কামিংসকে ৷ কোচ হোসে মোলিনা অবশ্য বলছেন, ছ’সপ্তাহ প্রি-সিজন একটি দলকে পূর্ণ ছন্দে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয় । যত বেশি খেলবে ততই দল ছন্দে পৌঁছবে । তবে শনিবারের ম্যাচে কয়েকটি ভুল ছাড়া মোহনবাগান সুপার জায়ান্টের পারফর্ম্যান্স স্বস্তি দেবে সমর্থকদের ৷

গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ডের ফাইনালে মুম্বই সিটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল । আইএসএল ফাইনালে সেই পরাজয়ের মধুর বদলা নিয়েছিল মুম্বই । ফলে এই দু’দলের দ্বৈরথ শুধু সম্মান রক্ষার নয়, কোচের ফুটবল বুদ্ধিরও বটে । শুক্রবার সে লড়াইয়ে খানিক হলেও এগিয়ে রইলেন হোসে মোলিনা ৷

আরও পড়ুন:

Last Updated : Sep 13, 2024, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details