কলকাতা, 13 সেপ্টেম্বর:শুরু হয়ে গেল আইএসএল 2024-25 ৷ গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে 9 মিনিটেই এগিয়ে গেল লিগ শিল্ড জয়ীরা ৷ লিস্টন কোলাসোর মাইনাস তিরির পায়ে লেগে মুম্বইয়ের জালে জড়িয়ে যায় ৷ 29 মিনিটের মাথায় দুরন্ত শটে মুম্বইয়ের জালে বল জড়িয়ে দেন আলবার্তো রদ্রিগেজ ৷ ফলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে মোহনবাগান ৷ অফ-সাইডের কবলে পড়ে বাতিল হয়েছে বিপিন সিংয়ের গোল ৷
আইএসএলে মোহনবাগান-মুম্বই লড়াই মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ । গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ডের ফাইনালে মুম্বই সিটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল । আইএসএল ফাইনালে সেই পরাজয়ের মধুর বদলা নিয়েছিল মুম্বই । ফলে এই দু’দলের দ্বৈরথ শুধু সম্মান রক্ষার নয়, কোচের ফুটবল বুদ্ধিরও বটে ।