বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে বদলা নিয়েছে সবুজ-মেরুন ৷ প্রত্যাশিত ফুটবল খেলতে না-পারলেও গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট এসেছে ৷ এবার সামনে মহমেডান ৷ বিনামূল্যে দেখুন ডার্বি...
কলকাতা, 28 জানুয়ারি:সোমবার ছন্দে ফিরেছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ প্রত্যাশিত ফুটবল খেলতে না-পারলেও গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট এসেছে ৷ সেপ্টেম্বরে প্রথম লেগের ম্যাচে 3 গোল খাওয়া বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে বদলা নিয়েছে সবুজ-মেরুন ৷ এই জয়ের সঙ্গে লিগ-শিল্ড জয়ের খুব কাছে মোহনবাগান সুপার জায়ান্ট । মহমেডানকে হারিয়ে সেই দুরত্বটাই আরও কমাতে চাইছে মোহনবাগান ৷
এই মুহূর্তে 18 ম্যাচ খেলে 40 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা ৷ এখনও 6টি ম্যাচ বাকি রয়েছে ৷ তারমধ্যে কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে ৷ ঘরের মাঠে এফসি গোয়া, ওড়িশা এফসি, পঞ্জাব এফসি’র মতো প্রতিপক্ষ রয়েছে ৷ ফলে পয়েন্ট পাওয়া খুব একটা সহজ হবে না ৷
কোচ হোসে মোলিনা অবশ্য বলছেন, বিদেশিদের মধ্যে বোঝাপড়া বাড়লে ক্ষুরধার হবে মোহনবাগানের খেলা ৷ যদিও শেষ কয়েকটি ম্যাচে সবুজ-মেরুনের খেলা হতাশ করেছে সমর্থকদের ৷ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্ল্যাক প্যান্থারদের হারিয়ে ট্র্যাকে ফিরবে বাগান ? নাকি ম্যাচ পকেটে পুরবে কলকাতার তৃতীয় প্রধান ? কোথায় দেখা যাবে মোহনবাগান-মহমেডান ম্যাচ ?
শনিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান ম্যাচ ৷ খেলা হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ৷
কোন টিভি চ্যানেল মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ সম্প্রচার করবে ?
মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Banglaও Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷