হায়দরাবাদ: Ai অ্য়াকশন সামিটে যোগ দিতে ফ্রান্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে আজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে 'এআই অ্যাকশন সামিট'-এর সহ-সভাপতিত্ব করেন। এই অ্যাকশন সামিটে যোগ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত একাধিক তথ্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেইসঙ্গে AI-এর ব্যপক প্রশংসা করলেন ৷ তবে শুধু ইতিবাচক নয় ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-সম্পর্কে সতর্কবার্তাও শোনা গেল প্রধমন্ত্রীর গলায় ৷
এই সামিটে প্রধানমন্ত্রী জানান, মানব জীবনে AI-এর প্রভাব অত্যন্ত ইতিবাচক ৷ অর্থনীতি থেকে শুরু করে নিরাপত্তা, বিভিন্ন নীতি নির্ধারণ এবং সমাজ-সবক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব ফেলছে ৷ তিনি আরও বলেন, "একবিংশ শতাব্দীতে মানবতার কোড হচ্ছে এআই । যা প্রযুক্তির ইতিহাসে আলাদা মাইলস্টোন তৈরি হয়েছে ৷ অবিশ্বাস্য ও দ্রুত গতিতে উন্নতি হচ্ছে ।"
#WATCH | " we are at the dawn of the ai age that will shape the course of humanity," says pm modi at the ai action summit in paris.
— ANI (@ANI) February 11, 2025
(source: dd) pic.twitter.com/MOevbFZXm8
মোদী একটি উদাহরণ দিয়ে AI-এর প্রকৃতি তুলে ধরেন ৷ তিনি বলেন, "আপনি যদি একটি AI অ্যাপে আপনার মেডিক্যাল রিপোর্ট আপলোড করেন, তাহলে এটি সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারবে ৷ যা আরও সহজ হবে ৷ আবার এটির নেতি বাচক প্রভাবও আছে ৷ আপনি যদি একই অ্যাপটিকে বাঁ- হাতে লেখা কারও ছবি আঁকতে বলেন, তাহলে অ্যাপটি বেশিরভাগ ক্ষেত্রেই ডান হাতে লেখা কারও ছবি আঁকবে ৷ মেশিনে সেইরকমই তথ্য দেওয়া হয়েছে ৷ সেই মতোই অ্যাপটি কাজ করবে ৷" তিনি জোর দিয়ে বলেন যে AI 'একেবারে আশ্চর্যজনক' হলেও, সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই এবং সংশোধন প্রয়োজন।
কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের বাজারে থাবা বসাতে পারে কি না তা নিয়েও ইতিমধ্যেই আশঙ্কা সৃ্ষ্টি হয়েছে বিভিন্ন মহলে ৷ সেই ব্যপারে দেশবাসীকে আশ্বস্ত করেই প্রধানমন্ত্রী জানান, "প্রযুক্তির উন্নয়নে কাজের সুযোগ হারিয়ে যায় না । নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হয়। তবে জন্য দক্ষ কর্মী ও সঠিক প্রশিক্ষণের প্রয়োজন ৷"
এআই সামিটে যোগ দিতে প্যারিসে প্রধানমন্ত্রী মোদি, স্বাগত জানালেন 'বন্ধু' ম্যাক্রোঁ
তবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর দেখভাল ও লাগামের জন্য অন্যান্য দেশের সঙ্গে হাত মেলানোর পক্ষে সওয়াল করেন তিনি। কারণ অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা থেকেই সাইবার অপরাধ, ভুল তথ্য এবং ডিপফেক প্রযুক্তির জন্ম হয়েছে ৷ তাই AI -এর সঠিক ব্যবহার প্রয়োজন ৷ কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিকও ব্যবহার ও সেটির সঠিকভাবে কাজে লাগানোর কথাও তিনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷