কলকাতা, 15 ফেব্রুয়ারি:ইতিহাসের সামনে গঙ্গাপাড়ের ক্লাব ৷ এখনও পর্যন্ত টানা দু’বার লিগ শিল্ড জেতার কৃতিত্ব কারও নেই ৷ লিগ টপার হিসেবে শেষ করলে সেই রেকর্ড গড়ার পাশাপাশি লিগ শিল্ডের সংখ্যায় মুম্বই সিটি এফসি’কে ছুঁয়ে ফেলবে সবুজ-মেরুন ৷ লিগ শীর্ষে থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল এফসি গোয়া ৷ যদি জামশেদপুরের কাছে তারা হেরে যাওয়ায় অনেকটাই এগিয়ে গিয়েছে মোহনবাগান ৷ লিগ শিল্ড জিততে গঙ্গাপাড়ের ক্লাবের দরকার আর 6 পয়েন্ট ৷ পরবর্তী দু’ম্যাচ জিতে অপেক্ষা দাঁড়ি টানতে মরিয়া শতাব্দীপ্রাচীন ক্লাব ৷
ওড়িশা, মুম্বইয়ের বিরুদ্ধে পরপর দু’ম্যাচে গোয়ার জয়ে অপেক্ষা বাড়লেও লিগ শিল্ড জয়ের খুব কাছে মোহনবাগান সুপার জায়ান্ট । এই মুহূর্তে 20 ম্যাচ খেলে 46 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা ৷ এখনও 4টি ম্যাচ বাকি রয়েছে ৷ তারমধ্যে কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে ৷ ঘরের মাঠে এফসি গোয়া, ওড়িশা এফসি’র মতো প্রতিপক্ষ রয়েছে ৷
লিগ টেবিলে বাগানের নিচেই আছে এফসি গোয়া ৷ মোহনবাগান ছাড়া অঙ্কের বিচারে এখনও লিগ শিল্ড জয়ের দৌড়ে তারাই রয়েছে ৷ 20 ম্যাচে তাদের সংগ্রহ 39 পয়েন্ট ৷ ফলে পরবর্তী চারটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে 51 ৷ যার মধ্যে শেষ ম্যাচে সবুজ-মেরুনের বিরুদ্ধে নামবে মানেলো মার্কেজ রোকার ছেলেরা ৷ ফলে বাকি তিনটির মধ্যে দু’টি ম্যাচ জিতলেও 52 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই শেষ করবে মোহনবাগান ৷
যদি পয়েন্ট হারায় বাগান ?
এফসি গোয়া তাদের বাকি সমস্ত ম্যাচ জিতলে লিগ শেষ করবে 51 পয়েন্টে ৷ শীর্ষে শেষ করতে হলে 2টি ম্যাচে জিততে হবে মোহনবাগানকে ৷ অন্যদিকে, একটি জয় ও দু’টি ড্র করলেও 51 পয়েন্ট নিয়ে লিগ শিল্ড রিটেন করবে সবুজ-মেরুন ৷ কারণ গোলপার্থক্যে অনেকটাই এগিয়ে মোহনবাগান ৷ গোয়া পয়েন্ট নষ্ট করলে আগেই নির্ধারিত হয়ে যেতে পারে লিগ শিল্ড ৷ মোহনবাগান পয়েন্ট খোয়ালে লিগ শিল্ড যেতে পারে গোয়ায় ৷ সেক্ষেত্রে গোয়াকে সমস্ত ম্যাচ জিততে হবে এবং বাগানকে গোয়া-সহ তিনটি ম্যাচে হারতে হবে ৷
সবুজ-মেরুন তাদের বাকি ম্যাচ জিতলে লিগ শেষ করবে 58 পয়েন্ট পেয়ে ৷ সেক্ষেত্রে শুধু লিগ শিল্ড ঘরেই যাবে না, ইতিহাসও গড়বে মোহনবাগান ৷ গতবার 48 পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে শেষ করেছিল গঙ্গাপাড়ের ক্লাব ৷ এবার 49 পয়েন্ট হলেই নিজেদের টপকে যাবে মোলিনার ছেলেরা ৷ আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে লিগ শিল্ড জেতার হাতছানি রয়েছে তাদের সামনে ৷