কলকাতা, 17 ফেব্রুয়ারি: জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে পেত্রাতোসরা ৷ যা তাঁদের হারিয়ে ফেলা জয়ের অভ্যাস শুধু ফেরাবে তাই না, বরং পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের খুব কাছে পৌঁছে দেবে ৷ ইতিমধ্যেই পরপর দু’টো জয়ে টেবিলের তিন নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ আজ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন ৷ তার আগে শিবিরের চিন্তা ফুটবলারদের ক্লান্তি ৷ ইউস্তেকে পাশে নিয়ে সেই নিয়ে দুঃশ্চিন্তার কথা জানিয়েছেন মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস ৷
গত শনিবার থেকে টানা খেলতে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টকে ৷ ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলার দু’দিন পর এফসি গোয়ার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলে বৃহস্পতিবারই শহরে ফিরেছে তারা ৷ ফলে শনিবার ফের নর্থ-ইস্টের মুখোমুখি হওয়ার আগে মাত্র একটা প্র্যাকটিস সেশন রয়েছে কোচ হাবাসের হাতে ৷ সেখানে গত শনিবার শেষ ম্যাচ খেলেছে নর্থ-ইস্ট ৷
সূচিতে এই ফারাক নিয়েই প্রশ্ন তুলছেন হাবাস, "একটা ম্যাচ খেলে উঠেই গোয়া গিয়েছি আমরা ৷ সেখানে আবহাওয়া, আর্দ্রতার মতো বিষয়ের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হয়েছে ৷ তার রেশ কাটার আগেই ফের নেমে পড়তে হচ্ছে আমাদের ৷ সেখানে একটা ক্লাব এক সপ্তাহ পর ম্যাচ খেলছে ৷ ক্রীড়াসূচি এভাবে কেন তৈরি করা হয়েছে, সেটা একেবারেই বুঝতে পারছি না ৷ শুধু আমরাই নয়, অন্য ক্লাবগুলিকেও এই সমস্যা সামলাতে হচ্ছে ৷" এর আগে ক্রীড়াসূচি নিয়ে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও ৷ এবার উষ্মা প্রকাশ করলেন হাবাসও ৷