পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইএসএল সূচিতে বৈষম্যের অভিযোগ সরব মোহনবাগান কোচ - ISL 2023 24

Antonio Lopez Habas Unhappy Over ISL Schedule: আইএসএল ক্রীড়াসূচিতে বৈষম্যের অভিযোগ তুললেন ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়ান্ট কোচ আন্তেনিয়ো লোপেজ হাবাস ৷ গত সপ্তাহে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত একই অভিযোগে সরব হয়েছিলেন ৷ দলের সফর ও ঘনঘন ম্যাচ ফেলা নিয়ে প্রশ্ন তুললেন ময়দানের দুই বড় ক্লাবের কোচরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 2:08 PM IST

এক সপ্তাহে তিন ম্যাচের ধকল, আইএসএলের সূচি নিয়ে অসন্তুষ্ট হাবাস

কলকাতা, 17 ফেব্রুয়ারি: জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে পেত্রাতোসরা ৷ যা তাঁদের হারিয়ে ফেলা জয়ের অভ্যাস শুধু ফেরাবে তাই না, বরং পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের খুব কাছে পৌঁছে দেবে ৷ ইতিমধ্যেই পরপর দু’টো জয়ে টেবিলের তিন নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ আজ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন ৷ তার আগে শিবিরের চিন্তা ফুটবলারদের ক্লান্তি ৷ ইউস্তেকে পাশে নিয়ে সেই নিয়ে দুঃশ্চিন্তার কথা জানিয়েছেন মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস ৷

গত শনিবার থেকে টানা খেলতে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টকে ৷ ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলার দু’দিন পর এফসি গোয়ার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলে বৃহস্পতিবারই শহরে ফিরেছে তারা ৷ ফলে শনিবার ফের নর্থ-ইস্টের মুখোমুখি হওয়ার আগে মাত্র একটা প্র্যাকটিস সেশন রয়েছে কোচ হাবাসের হাতে ৷ সেখানে গত শনিবার শেষ ম্যাচ খেলেছে নর্থ-ইস্ট ৷

সূচিতে এই ফারাক নিয়েই প্রশ্ন তুলছেন হাবাস, "একটা ম্যাচ খেলে উঠেই গোয়া গিয়েছি আমরা ৷ সেখানে আবহাওয়া, আর্দ্রতার মতো বিষয়ের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হয়েছে ৷ তার রেশ কাটার আগেই ফের নেমে পড়তে হচ্ছে আমাদের ৷ সেখানে একটা ক্লাব এক সপ্তাহ পর ম্যাচ খেলছে ৷ ক্রীড়াসূচি এভাবে কেন তৈরি করা হয়েছে, সেটা একেবারেই বুঝতে পারছি না ৷ শুধু আমরাই নয়, অন্য ক্লাবগুলিকেও এই সমস্যা সামলাতে হচ্ছে ৷" এর আগে ক্রীড়াসূচি নিয়ে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও ৷ এবার উষ্মা প্রকাশ করলেন হাবাসও ৷

হারের কালো মেঘ কেটে গিয়ে ফের ঝকঝক করছে মোহনবাগানের আকাশ ৷ তবে, এর মধ্যেও সংশয় রয়েছে আনোয়ার আলি এবং জেসন কামিন্সকে নিয়ে ৷ আনোয়ার আলি শেষ মুহূর্তে গোয়াগামী দল থেকে চোটের জন্য বাদ পড়েছিলেন ৷ নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তিনি কি ফিরছেন ? হাবাস বলছেন, "আনোয়ার দলের সঙ্গে অনুশীলন করছে ৷ আজকে প্র্যাকটিসে ওর অবস্থা দেখে সিদ্ধান্ত নেব ৷"

জেসন কামিংস দলের সঙ্গে গেলেও, গোয়া ম্যাচে তাঁকে পরিবর্ত হিসাবেও নামানো হয়নি ৷ অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে নিয়ে ধোঁয়াশা রাখলেন হাবাস ৷ বলছেন, "আমি কোনও একজন প্লেয়ারকে নিয়ে ভাবি না ৷ পরিকল্পনা সাজানোর সময় পুরো দলের কথা মাথায় রাখি ৷ ফলে কামিংস খেলবে কি না, তা বলতে পারব না ৷"

আইএসএলে পয়েন্ট নষ্টের পর্ব কাটিয়ে জোড়া জয়ে উজ্জিবীত মোহনবাগান ৷ সেই ধারা অব্যহত রাখা পাখির চোখ হাবাসের ৷ তিনি জানালেন, আমরা প্রতি ম্যাচ "তিন পয়েন্টের লক্ষ্যে খেলি ৷ সবসময় সেটা সম্ভব হয় না ৷ কারণ, প্রতিপক্ষও সেই লক্ষ্যে খেলতে আসে ৷ নর্থ-ইস্টের কোচ বেশ ভালো ৷ ওরা শেষ ম্যাচ জিতেছে ৷ আত্মবিশ্বাসী হয়ে নামবে ৷ তবে, আমরাও গোয়াকে হারিয়েছি ৷ আমার দলের ফুটবলাররা পেশাদার ৷ ওরা জয়ের মানসিকতা নিয়েই নামবে ৷"

আরও পড়ুন:

  1. ইডেনে সবুজ তোতা, সংগ্রহশালায় ঘুরে দেখলেন ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি
  2. কিংবদন্তি অশ্বিন ও বুমরার পরামর্শে উপকৃত, জানালেন মুকেশ
  3. 500 উইকেটের মাইলস্টোন ছুঁয়ে রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ালেন অশ্বিন

ABOUT THE AUTHOR

...view details