কলকাতা, 23 ফেব্রুয়ারি: মোহনবাগান সুপার জায়ান্টের লাকি ম্যাসকটের নাম দিমিত্রি পেত্রাতোস । শেষ বেলায় পরিবর্ত হিসেবে নেমে আইএসএল লিগ শিল্ড জয়ের গোল উপহার দিলেন তিনি । ম্যাচের ফল 1-0 । পরপর দু’বার তাঁর পা থেকে এল মোহনবাগান সুপার জায়ান্টের লিগ শিল্ডের জয়ের গোল । পরপর দু’বার আইএসএলে লিগ শিল্ড জয়ের নজির সবুজ-মেরুনের ।
অথচ অপেক্ষা বাড়ছিল মোহনবাগানের । আইএসএল লিগ শিল্ড জয়ের প্রত্যাশায় ভিড় করা হাজার ষাটেক সবুজ-মেরুন জনতা প্রিয় দলের লিগ শিল্ড জয়ের ডাবল মাঠে থেকে দেখবেন বলে ভিড় করেছিলেন । কিন্তু নিষ্ফলা ম্যাচের দিকে এগোচ্ছিল পুরো প্রেক্ষাপট । ভুবনেশ্বরের পরে কলকাতাতেও মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ গোলশূন্য ড্র ।
22 ম্যাচে 50 পয়েন্টে কলকাতাতে শেষ করবে সবুজ-মেরুন ! এটা সবাই যখন ধরে নিয়েছে, তখনই পেত্রাতোস ম্যাজিক । সামনে মুম্বই সিটি এফসি, এফসি গোয়া ম্যাচ । তার আগেই লিগ শিল্ডের রং সবুজ-মেরুন । রবিবার সন্ধ্যায় এক গোলে জয়ে শুধু অপেক্ষার মধুরেণ সমাপয়েত । খেতাব কলকাতাতে পকেটে পুরতে মোলিনা চেষ্টার কসুর করেননি । ম্যাকলারেন এবং গ্রেগ স্টুয়ার্ট জুটিকে দিয়ে শুরু করে 75 মিনিটের পরে কামিংস-পেত্রাতোস জুটিকে ব্যবহার করলেন । আশিক কুরুনিয়ান’কে নামালেন । একপেশে আক্রমণে ওড়িশাকে চেপে ধরল মোহনবাগান ।
মূর্তাদা ফল 84 মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যান । বাকি সময় দশজনে খেলল ওড়িশা । তবে তাতে সবুজ-মেরুনের কৃতিত্ব খাটো করা যাবে না । পুরো ম্যাচের রাশ ধরে রেখেছিল । তবে ওড়িশা রক্ষণের জমাট ভাব খুলতে পারছিল না তারা । প্রথমার্ধের সংযোজিত সময়ে স্টুয়ার্টের শট বেঁচে যাওয়া ছাড়া বলার মত কিছু নেই । দ্বিতীয়ার্ধেও একই ছবি । বারবার আক্রমণ ওড়িশা রক্ষণে ধাক্কা খেয়ে ফিরে আসছিল । শেষ পর্যন্ত পেত্রাতোসের বাঁ-পায়ে ওড়িশার রক্ষণ ভাঙল । 78 মিনিটে পেত্রাতোসের শট জালে জড়াতেই শব্দব্রহ্ম আছড়ে পড়ল আকাশে-বাতাসে । আর পেত্রাতোস জবাব দিলেন উপেক্ষার । ফিরে পেলেন তাঁর সোনালি ছোঁয়া । যার সামনে ওড়িশা মুখ থুবড়ে পড়ল ।