কলকাতা, 12 জানুয়ারি: কথা রাখলেন ডার্বির নায়ক জেমি ম্যাকলারেন । অজি স্ট্রাইকার জানিয়েছিলেন, ডার্বিতে গোল করতে চান । নায়ক হতে চান । তাঁর দলে একাধিক গোল স্কোরার । তাই তিনি গোল না-করলেও চিন্তিত নন । কারণ দলের জয় আটকাচ্ছে না । কিন্তু ডার্বির মঞ্চে ? সেখানে ফের নায়কের নাম জেমি ম্যাকলারেন ।
মেলবোর্ন ডার্বি কিংবা আইএসএল ডার্বি, জেমি ম্যাকলারেনের স্কোরিং বুট ঝলসে ওঠে । প্রথম ডার্বিতে গোল করেছিলেন, ফিরতি ডার্বিতেও জালে বল জড়ালেন । জেমি বলছেন, “তিন পয়েন্ট এসেছে, ঠিক আছে । কিন্তু আমরা আরও ব্যবধান বাড়াতে পারতাম । ইস্টবেঙ্গল দশ জনে হয়ে যাওয়ার পরেও আমরা সমান দাপট দেখাতে পারিনি । কিছুটা তো হতাশ ।”
মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা এবং জেমি জিতেও খুশি হতে পারছেন না । কেন ? দু’জনেই জানালেন, তাঁদের আরও বেশি গোলে জেতা উচিত ছিল । শুরুর 2 মিনিটের মধ্যে জেমির গোলে এগিয়ে যাওয়ার পরে সবুজ-মেরুন সমর্থকরাও আশা করেছিলেন, হয়তো আরও কিছু গোল হবে । কিন্তু তা আর হল কই ! বরং ম্যাচের ফলাফল ছাপিয়ে চর্চায় চলে এল রেফারি আর বেঙ্কটেশের বেশ কয়েকটি সিদ্ধান্ত ।
খেলার সময়ে বক্সের মধ্যে আপুইয়ার হাতে বল লাগে, যা ন্যায্য পেনাল্টি পাওয়ার কথা ইস্টবেঙ্গলের । সেসময় পেনাল্টি পেলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত । কিন্তু রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গেল ।
দিনের প্রথম খেলায় মহমেডান স্পোর্টিং সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারানো আইএসএলের বড় অঘটন । মহমেডান বেঙ্গালুরুকে হারানোয় শীর্ষে থাকা মোহনবাগানের সঙ্গে তাদের পার্থক্য হল আট পয়েন্টের । কিছুটা কি নিশ্চিন্ত ? মোলিনা বলছেন, “দলের খেলায় খুশি । কিন্তু আরও গোল পার্থক্য বাড়ানো উচিত ছিল । পুরো 90 মিনিট শান্ত, স্থিতধী হয়ে খেলতে পারিনি । বক্সের কাছাকাছি গিয়ে বল হারিয়েছি । তবে গোল না-খাওয়ায় এবং তিন পয়েন্টে খুশি ।”
15 ম্যাচে আটটিতে গোল না-খেয়ে শেষ করেছে মোহনবাগান, যা কোনও দলের মধ্যে সর্বোচ্চ । ডার্বিতেই কি তাঁর দল সেরা খেলাটা খেলল ? মানতে চাইছেন না মোলিনা । বলে দিলেন, “প্রত্যেক দল আলাদা । তাদের খেলার ধরন আলাদা । প্রথমার্ধে নিশ্চিত গোলের দু’টি সুযোগ ছিল । কলকাতায় লক্ষ লক্ষ সমর্থকদের এই জয় উপহার দিচ্ছি । তবে এই ফলাফল অতীত । রবিবার থেকেই পরের ম্যাচের প্রস্তুতি শুরু করে দেব ।”