পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্টুয়ার্টকে ছাড়াই ওড়িশার বিরুদ্ধে পুরো পয়েন্টে চোখ বাগানের, রইল দু'দলের সম্ভাব্য একাদশ - ISL 2024 25

গ্রেগ স্টুয়ার্টকে ছাড়া কলিঙ্গরাজ্যে কঠিন লড়াই মোহনবাগানের ৷ পরিবর্তে বাগান একাদশে কে? জেনে নিন সম্ভাব্য দল ৷

OFC VS MBSG
অনুশীলনে শুভাশিস ও মনবীর (MOHUN BAGAN SUPER GIANT TWITTER)

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 1:51 PM IST

কলকাতা, 10 নভেম্বর: সার্জিও লোবেরার ওড়িশা এফসি'র বিরুদ্ধে রবিবার তাঁদের ঘরের মাঠে নামছে মোহনবাগান ৷ বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন গোলে হার ভুলে আইএসএলে শেষ তিন ম্য়াচে টানা জয় তুলে এনেছে হোসে মোলিনার ছেলেরা ৷ তাই রবিবার ম্য়াচের আগে এমনিতে ফুরফুরে সবুজ-মেরুন শিবির ৷ চিন্তা বলতে একমাত্র গ্রেগ স্টুয়ার্টের চোট ৷ তবে স্কটিশ প্লে-মেকারকে না-পাওয়া নিয়ে উদ্বেগের লেশমাত্র নেই মোলিনার মনে ৷ পরিবর্তে একাদশে বহুদিন পর সুযোগ পেতে চলা দিমিত্রি পেত্রাতোস নিজেকে নিংড়ে দেবেন বলেই বিশ্বাস বাগান কোচের ৷ ঘটনাচক্রে রবিবার আবার পেত্রাতোসের জন্মদিনও ৷

রবিবার মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওড়িশা এফসি'র দ্বৈরথ দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াইও বটে। লিগ টেবিলে অনেকটা ফারাক সত্ত্বেও দুই দলের লড়াই ঘিরে বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছে কারণ, দু'দলেই হাজির একাধিক গোল মেশিন। মোলিনা অবশ্য ব্যক্তি নৈপুণ্য ভুলে প্রতিপক্ষের সামগ্রিক শক্তিকেই গুরুত্ব দিচ্ছেন। বাগান কোচ শহর ছাড়ার আগে তাই বলে গেলেন, "ওড়িশা ভালো দল। আশা করছি ভালো ম্যাচ হবে ৷"

ওড়িশা এফসি'তে আবারা রয়েছেন বাগানের দুই প্রাক্তনী রয় কৃষ্ণা ও হুগো বুমোস। প্রথমজনের প্রাক্তন ক্লাবের প্রতি 'জিঘাংসা' স্তিমিত হলেও বিপক্ষের ফরাসি প্লে-মেকার বুমোসের ক্ষতটা এখনও দগদগে। যদিও বিষয়টিকে সেভাবে আমল দিচ্ছেন না সবুজ-মেরুন হেডস্যর ৷ উল্টে টম আলড্রেড-আলবার্তো রড্রিগেজদের নিয়ে ওড়িশার ঘরের মাঠে ক্লিনশিট রাখতে বদ্ধপরিকর মোলিনা ৷

অন্যদিকে, গত ম্যাচে নর্থ-ইস্টের কাছে 2-3 গোলে হারের পর ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া 'জুগারনট'রা ৷ দলে চোট-আঘাত সমস্যা নেই ৷ তাই পূর্ণ শক্তির দল নিয়েই বাগানের বিরুদ্ধে তিন পয়েন্টে চোখ লোবেরার ৷ গত ম্যাচে সাসপেনশনের জেরে না-থাকলেও সবুজ-মেরুনের বিরুদ্ধে ডাগআউটে ফিরছেন তিনি ৷

একনজরে মোহনবাগান একাদশ: বিশাল (গোলরক্ষক), আশিস, আলবার্তো, আলড্রেড, শুভাশিস, থাপা, আপুইয়া, মনবীর, পেত্রাতোস, লিস্টন, ম্য়াকলারেন ৷

একনজরে ওড়িশা একাদশ: অমরিন্দর (গোলরক্ষক), সেভিয়র, রানাওয়াডে, ফল, নরেন্দ্র, লালথাথাঙ্গা, বুমোস, জাহু, আইস্যাক, রহিম, কৃষ্ণা ৷

ABOUT THE AUTHOR

...view details