ETV Bharat / sports

অভিষেকে কনস্টাসকে 'বিরাট' ধাক্কা, বিতর্কের আবহে শুরু বক্সিং-ডে টেস্ট - BORDER GAVASKAR TROPHY

আবারও বিতর্কে বিরাট কোহলি ৷ বক্সিং-ডে টেস্টের শুরুতে অভিষেককারী অজি ব্যাটারকে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে তারকা ক্রিকেটার ৷

IND VS AUS 4TH TEST
ফের বিতর্কে বিরাট (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 13 hours ago

Updated : 12 hours ago

মেলবোর্ন, 26 ডিসেম্বর: গত অস্ট্রেলিয়া সফরে বক্সিং-ডে টেস্টে বাজিমাত করেছিল আজিঙ্কা রাহানের ভারত ৷ পরিসংখ্যান পক্ষে না-থাকলেও 2021-এর ফলাফলের পুনরাবৃত্তির লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার মেলবোর্নে নামল ভারতীয় দল ৷ তবে এমসিজি'তে এদিন শুরুতেই অভিষেককারী স্য়াম কনস্টাসের সাবলীল ব্য়াটিং আত্মবিশ্বাসে চিড় ধরাল ভারতীয় দলের ৷ পাশাপাশি বছর উনিশের অভিষেককারী ব্যাটারকে ধাক্কা দিয়ে শিরোনামে বিরাট কোহলি ৷ সবমিলিয়ে বিতর্কের আবহে মেলবোর্নে শুরু হল বক্সিং-ডে টেস্ট ম্যাচ ৷

অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এদিন মেলবোর্নে অভিষেক হয় কনস্টাসের ৷ আর অভিষেক টেস্টে আগ্রাসী ব্যাটিং, জসপ্রীত বুমরাকে রিভার্স স্কুপে ছক্কা হাঁকিয়ে স্পটলাইটে নিউ সাউথওয়েলস ব্যাটার ৷ রবীন্দ্র জাদেজার বলে আউট হওয়ার আগে 60 রান করে যান তরুণ তুর্কি ৷ অথচ এদিন ইনিংসের শুরুতেই কনস্টাসকে ধাক্কা দিয়ে বসেন ভারতের তারকা ব্য়াটার বিরাট কোহলি ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া ইনিংসের দশম ওভারের শেষে ৷ পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সদ্য ব্য়াগি-গ্রিন হাতে পাওয়া কন্সটাসকে কাঁধ দিয়ে আচমকা ধাক্কা দিয়ে চলে যান কোহলি ৷ অজি ব্যাটারের প্রতিক্রিয়ায় দু-পা এগিয়ে থমকে দাঁড়ান কোহলি ৷ এরপর আরেক অজি ওপেনার উসমান খোয়াজা এগিয়ে এলে তিনজনের মধ্যে বাক্য-বিনিময় চলে বেশ কিছুক্ষণ ৷ ঘটনাস্থলে এগিয়ে আসেন আম্পায়ারও ৷ ধাক্কাটা যে ইচ্ছাকৃত নয় কোহলি সেটা বোঝানোর চেষ্টা করেন স্বাভাবিকভাবেই ৷ তবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো ক্লিপে কোহলির কীর্তিতে ক্ষুব্ধ অজি ক্রিকেট অনুরাগীরা ৷ এর জন্য কোহলিকে সাসপেন্ডেরও দাবি জানিয়েছেন অনেকে ৷

উল্টোদিকে এই ঘটনায় ভারতীয় ক্রিকেট অনুরাগীদের সমর্থন আদায় করে নিয়েছেন কোহলি ৷ কেউ লিখেছেন, "এত বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে উপমহাদেশের দেশগুলো যে ব্যবহার পেয়ে এসেছে কোহলি তাঁর পাল্টা দিচ্ছেন ৷" অনুরাগীদের সমর্থন যে দিকেই থাকুক না কেন, কোহলি-কনস্টাস বিতর্কে শুরুতেই যে বক্সিং-ডে টেস্ট উত্তপ্ত , তা আর বলার অপেক্ষা রাখে না ৷

পারফরম্যান্সের কথা যদি ধরা যায় তবে কনস্টাসের পাশাপাশি আরেক ওপেনার খোয়াজার অর্ধশতরানে বেশ সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া ৷ ছ'টি চার ও দু'টি ছক্কায় মাত্র 65 বলে 60 রান করেন কনস্টাস ৷ যিনি গত তিন টেস্টে খেলা ন্য়াথন ম্যাকসুইনির বদলি হিসেবে এসেছেন স্কোয়াডে ৷ খোয়াজার 57 রান আসে অবশ্য 121 বলে ৷ মারেন ছ'টি চার ৷ চা-বিরতিতে মাত্র দু'টি উইকেট হারিয়ে 176 রান তোলে ক্যাঙারুবাহিনী ৷ 44 রানে অপরাজিত মার্নাস লাবুশেন ৷ 10 রানে ক্রিজে আরেক ব্যাটার স্টিভ স্মিথ ৷

আরও পড়ুন:

মেলবোর্ন, 26 ডিসেম্বর: গত অস্ট্রেলিয়া সফরে বক্সিং-ডে টেস্টে বাজিমাত করেছিল আজিঙ্কা রাহানের ভারত ৷ পরিসংখ্যান পক্ষে না-থাকলেও 2021-এর ফলাফলের পুনরাবৃত্তির লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার মেলবোর্নে নামল ভারতীয় দল ৷ তবে এমসিজি'তে এদিন শুরুতেই অভিষেককারী স্য়াম কনস্টাসের সাবলীল ব্য়াটিং আত্মবিশ্বাসে চিড় ধরাল ভারতীয় দলের ৷ পাশাপাশি বছর উনিশের অভিষেককারী ব্যাটারকে ধাক্কা দিয়ে শিরোনামে বিরাট কোহলি ৷ সবমিলিয়ে বিতর্কের আবহে মেলবোর্নে শুরু হল বক্সিং-ডে টেস্ট ম্যাচ ৷

অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এদিন মেলবোর্নে অভিষেক হয় কনস্টাসের ৷ আর অভিষেক টেস্টে আগ্রাসী ব্যাটিং, জসপ্রীত বুমরাকে রিভার্স স্কুপে ছক্কা হাঁকিয়ে স্পটলাইটে নিউ সাউথওয়েলস ব্যাটার ৷ রবীন্দ্র জাদেজার বলে আউট হওয়ার আগে 60 রান করে যান তরুণ তুর্কি ৷ অথচ এদিন ইনিংসের শুরুতেই কনস্টাসকে ধাক্কা দিয়ে বসেন ভারতের তারকা ব্য়াটার বিরাট কোহলি ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া ইনিংসের দশম ওভারের শেষে ৷ পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সদ্য ব্য়াগি-গ্রিন হাতে পাওয়া কন্সটাসকে কাঁধ দিয়ে আচমকা ধাক্কা দিয়ে চলে যান কোহলি ৷ অজি ব্যাটারের প্রতিক্রিয়ায় দু-পা এগিয়ে থমকে দাঁড়ান কোহলি ৷ এরপর আরেক অজি ওপেনার উসমান খোয়াজা এগিয়ে এলে তিনজনের মধ্যে বাক্য-বিনিময় চলে বেশ কিছুক্ষণ ৷ ঘটনাস্থলে এগিয়ে আসেন আম্পায়ারও ৷ ধাক্কাটা যে ইচ্ছাকৃত নয় কোহলি সেটা বোঝানোর চেষ্টা করেন স্বাভাবিকভাবেই ৷ তবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো ক্লিপে কোহলির কীর্তিতে ক্ষুব্ধ অজি ক্রিকেট অনুরাগীরা ৷ এর জন্য কোহলিকে সাসপেন্ডেরও দাবি জানিয়েছেন অনেকে ৷

উল্টোদিকে এই ঘটনায় ভারতীয় ক্রিকেট অনুরাগীদের সমর্থন আদায় করে নিয়েছেন কোহলি ৷ কেউ লিখেছেন, "এত বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে উপমহাদেশের দেশগুলো যে ব্যবহার পেয়ে এসেছে কোহলি তাঁর পাল্টা দিচ্ছেন ৷" অনুরাগীদের সমর্থন যে দিকেই থাকুক না কেন, কোহলি-কনস্টাস বিতর্কে শুরুতেই যে বক্সিং-ডে টেস্ট উত্তপ্ত , তা আর বলার অপেক্ষা রাখে না ৷

পারফরম্যান্সের কথা যদি ধরা যায় তবে কনস্টাসের পাশাপাশি আরেক ওপেনার খোয়াজার অর্ধশতরানে বেশ সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া ৷ ছ'টি চার ও দু'টি ছক্কায় মাত্র 65 বলে 60 রান করেন কনস্টাস ৷ যিনি গত তিন টেস্টে খেলা ন্য়াথন ম্যাকসুইনির বদলি হিসেবে এসেছেন স্কোয়াডে ৷ খোয়াজার 57 রান আসে অবশ্য 121 বলে ৷ মারেন ছ'টি চার ৷ চা-বিরতিতে মাত্র দু'টি উইকেট হারিয়ে 176 রান তোলে ক্যাঙারুবাহিনী ৷ 44 রানে অপরাজিত মার্নাস লাবুশেন ৷ 10 রানে ক্রিজে আরেক ব্যাটার স্টিভ স্মিথ ৷

আরও পড়ুন:

Last Updated : 12 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.