পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বল নিয়ে অনুশীলন ম্যাকলারেনের, মুম্বইয়ের বিরুদ্ধে নামবেন বিশ্বকাপার ? - Indian Super League

Mohun Bagan: পুরো দল যখন দু’দলে ভাগ হয়ে খেলছিল, তখন ম্যাকলারেন বাইরে দাঁড়িয়ে তা দেখলেন । ফলে আইএসএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷

Mohun Bagan
মুম্বইয়ের বিরুদ্ধে নামবেন বিশ্বকাপার ? (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 11, 2024, 7:54 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: বল নিয়ে প্র্যাকটিস করেছেন । ফিজিক্যাল ট্রেনিংয়েও তিনি সাবলীল । তবুও 13 সেপ্টেম্বর আইএসএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে । তিনি জেমি ম্যাকলারেন, মোহনবাগান সুপারজায়ান্টের নয়া বিশ্বকাপার ।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপার সবুজ-মেরুনে সই করার পরে একটিও ম্যাচ খেলেননি । ঘাড়ের চোটে কাবু ছিলেন । অবশেষে প্র্যাকটিসে নেমেছেন । বল নিয়ে সাবলীল হলেও দলের সিচ্যুয়েশন প্র্যাকটিসে ছিলেন না । পুরো দল যখন দু’দলে ভাগ হয়ে খেলছিল, তখন ম্যাকলারেন বাইরে দাঁড়িয়ে তা দেখলেন ।

মোহনবাগান সমর্থকদের পূর্ণ সময় অনুশীলন দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল । তাঁরা ড্রাম বাজিয়ে, ফুটবলারদের নামে জয়ধ্বনি দিয়ে এবং জনপ্রিয় গানের সুরে গান তৈরি করে ফুটবলারদের উৎসাহ দিয়ে গেলেন । বিশাল কাইথ থেকে দিমি পেত্রাতোস, এমনকী নবাগত ধীরজ সিংকে নিয়েও গান বেঁধেছিলেন সমর্থকরা । ড্রাম বাজানোর শব্দ, চিৎকার এবং স্মোক ক্যান্ডেল জ্বালিয়ে মোহনবাগান মাঠের আবহ ছিল উৎসবমুখর ।

জিমি ম্যাকলারেনের বল নিয়ে অনুশীলন যদি আশার আলো হয়, তাহলে আরও দু’টো ভালো খবর সবুজ-মেরুন সমর্থকদের জন্য । আশিক কুরুনিয়ান ও ধীরজ সিং পুরো সময় অনুশীলন করলেন ।

প্র্যাকটিস শেষে ইডেন গার্ডেন্স প্রান্তের গ্যালারিতে ভিড় করা মোহনবাগান সমর্থকরা কোচ এবং ফুটবলারদের কাছে নিজেদের আশা-আকাঙ্খার কথা তুলে ধরেছেন । পোর্টেবল মাইক্রোফোন বাজিয়ে জানিয়েছেন, ডুরান্ড কাপ হাতছাড়া হলেও দলের মরিয়া লড়াইয়ে আশার আলো দেখছেন । এবার সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, আইএসএল ও সুপার কাপে চ্যাম্পিয়ন দেখতে চান ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details