পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ছুুটছে বাগানের রণতরী ! আইএসএলে দুরন্ত ফর্মের মাঝেই ট্রফি এল সবুজ-মেরুনে - MOHUN BAGAN

আইএসএল লিগ-শিল্ড জেতার দৌড়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ তার আগেই ট্রফি এল গঙ্গাপাড়ের তাঁবুুতে ৷

mohun-bagan-bags-bhadreswar-gold-cup-2025
আইএসএলে দুরন্ত ফর্মের মাঝেই ট্রফি এল সবুজ-মেরুনে (Mohun Bagan Super Giant X Handle)

By ETV Bharat Sports Team

Published : Jan 7, 2025, 10:42 AM IST

বর্ধমান, 6 জানুয়ারি: আইএসএলে পয়েন্ট টেবিলের মগডালে রয়েছে দল ৷ দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সবুজ-মেরুনের অশ্বমেধের দৌড় দেখে লিগ-শিল্ডের আশায় বুক বেঁধেছেন সমর্থকরাও ৷ তার আগেই খুশির হাওয়া গঙ্গাপাড়ের ক্লাবে ৷ কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ট্রফি জিতে নিল মোহনবাগান ৷

ভদ্রেশ্বর গোল্ড কাপ এসেছে সবুজ-মেরুন তাঁবুতে । বড়রা নয়, এই ট্রফি জিতে এনেছে মোহনবাগানের জুনিয়র দল ৷ যদিও দলকে নেতৃত্ব দিয়েছেন বাগানের হয়ে আইএসএল খেলা সুহেল ভাট ৷ এই টুর্নামেন্টের পরিচালনায় ছিল বর্ধমানের একটি ফুটবল অ্যাকাডেমি । তিন দিনের এই টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে মহমেডান জামশেদপুর এফসিকে 2-1 গোলে হারিয়ে দেয় । দ্বিতীয় সেমি’তে মোহনবাগান কালীঘাটকে হারায় 1-0 গোলে ।

বাইচুংয়ের বক্তব্য (ইটিভি ভারত)

ফাইনালে মুখোমুখি হয় মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং । কলকাতার দুই প্রধানের লড়াই দেখতে ভরে উঠেছিল বর্ধমানের স্পন্দন কমপ্লেক্স । এমনিতেই কলকাতা লিগে মোহনবাগানের কাছে হেরেছিল মহমেডান স্পোর্টিং । ফলে সাদা-কালোর ছোটরা যে বদলা নেওয়ার জন্য মরিয়া, তা স্পষ্ট করে দিয়েছিল তৃতীয় প্রধান ।

যদিও প্রথমার্ধে বেশিরভাগ সময় আধিপত্য রেখেছিল মোহনবাগান । খেলা শুরুর পনেরো মিনিটের মাথায় এনসনের দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে যায় । প্রথমার্ধের শেষের দিকে মহমেডানের শট মোহনবাগানের গোলকিপার অসাধারণ দক্ষতায় সেভ করে দেন । তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় । দু’দলই একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল । কিন্তু খেলার ফলাফল শেষ পর্যন্ত 1-0 থেকে যায় । ছোটদের খেলা হলেও জার্সির রং সবুজ-মেরুন ও সাদা-কালো ৷ ফলে আবেগের হাত ধরেই এদিন মাঠ ছিল ভরতি । যদিও চিরাচরিতভাবে গ্যালারি জুড়ে আধিপত্য ছিল সবুজ-মেরুন ব্যানারের ।

ফাইনালে মাঠে এসেছিলেন ফুটবলার বাইচুং ভুটিয়া ও সন্দীপ নন্দী । বর্ধমান থেকে ফুটবলের রাজপথে এসেছেন জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সন্দীপ ৷ বাইচুং ভুটিয়া বলেন, ‘‘ইন্ডিয়ার নম্বর ওয়ান গোলকিপার সন্দীপ নন্দী আমার সঙ্গে খেলেছেন । শুধু তাই নয়, সন্দীপ আমার সঙ্গে মোহনবাগান, ইস্টবেঙ্গল খেলেছে । আমার মনে হয় বর্ধমানে অনেক সন্দীপ নন্দী থাকবেই । আপনাদের বাচ্চাদের উৎসাহিত কর‍তে হবে । বর্ধমানে জেলা ক্রীড়া সংস্থা আছে । সকলকেই ফুটবলের জন্য ছেলেমেয়েদের মাঠে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে । তবেই খেলোয়াড় পাওয়া যাবে । শুধু গোলকিপার নয়, এখান থেকে স্ট্রাইকারও পাওয়া যাবে ।’’

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details