কলকাতা, 15 সেপ্টেম্বর: লাল-হলুদ, সবুজ-মেরুনের পাশাপাশি এবার আইএসএলের মঞ্চ মাতাবে সাদা-কালো শিবির ৷ দেশের সেরা লিগে নামছে কলকাতার আরেক প্রধান, মহমেডান স্পোর্টিং ৷ 13 নম্বর দল হিসেবে মহামেডান স্পোর্টিং দেশীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলবে ৷ আজ আইএসএলে অভিষেক ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের সামনে ‘ব্ল্যাক প্যান্থার’রা ৷
ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে নয়, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় দল হিসেবে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে মহামেডান স্পোর্টিং । এর আগে পঞ্জাব এফসি আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে অংশগ্রহণ করার কৃতিত্ব দেখিয়েছে । গত মরশুমে দলের বেশিরভাগ ফুটবলারকে ধরে রেখে সাদা-কালো ব্রিগেড ৷ পাশাপাশি বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ভারতীয় ফুটবলারকেও নিয়েছে তারা । দলে যোগ দিয়েছেন একাধিক বিদেশি ফুটবলারও । হেড স্যর আন্দ্রে চেরিনেশভের ছকে দেওয়া ব্লু-প্রিন্ট সামনে রেখে অভিষেকেই দাগ কাটতে বদ্ধপরিকর দেশের অন্যতম জৌলুশপূর্ণ ক্লাব ৷
কলকাতার তিন প্রধানই এবার আইএসএলে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএলে হোম গ্রাউন্ড হিসেবে যুবভারতী ক্রীড়াঙ্গনকে দেখিয়েছে । মহমেডান স্পোর্টিং তাদের হোমগ্রাউন্ড হিসেবে কিশোরভারতী স্টেডিয়ামকে দেখিয়েছে । ফলে কিশোরভারতী স্টেডিয়ামেও এটি প্রথম আইএসএল ম্যাচ ৷