পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইএসএল অভিষেকে ডুরান্ড জয়ী’র সামনে ‘ব্ল্যাক প্যান্থার’, কোথায় দেখাবে মহমেডানের খেলা ? - ISL Live Streaming

Mohammedan SC vs NorthEast United FC: আইএসএল অভিযান শুরু করছে মহমেডান স্পোর্টিং ৷ অভিষেকে সাদা-কালো ব্রিগেডের সামনে সদ্য ডুরান্ড চ্য়াম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড ৷ কোথায় দেখবেন প্রিয় দলের খেলা ? জেনে নিন ৷

Mohammedan SC in ISL
কোথায় দেখাবে মহমেডানের খেলা ? (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Sep 15, 2024, 11:14 AM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: লাল-হলুদ, সবুজ-মেরুনের পাশাপাশি এবার আইএসএলের মঞ্চ মাতাবে সাদা-কালো শিবির ৷ দেশের সেরা লিগে নামছে কলকাতার আরেক প্রধান, মহমেডান স্পোর্টিং ৷ 13 নম্বর দল হিসেবে মহামেডান স্পোর্টিং দেশীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলবে ৷ আজ আইএসএলে অভিষেক ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের সামনে ‘ব্ল্যাক প্যান্থার’রা ৷

ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে নয়, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় দল হিসেবে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে মহামেডান স্পোর্টিং । এর আগে পঞ্জাব এফসি আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে অংশগ্রহণ করার কৃতিত্ব দেখিয়েছে । গত মরশুমে দলের বেশিরভাগ ফুটবলারকে ধরে রেখে সাদা-কালো ব্রিগেড ৷ পাশাপাশি বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ভারতীয় ফুটবলারকেও নিয়েছে তারা । দলে যোগ দিয়েছেন একাধিক বিদেশি ফুটবলারও । হেড স্যর আন্দ্রে চেরিনেশভের ছকে দেওয়া ব্লু-প্রিন্ট সামনে রেখে অভিষেকেই দাগ কাটতে বদ্ধপরিকর দেশের অন্যতম জৌলুশপূর্ণ ক্লাব ৷

কলকাতার তিন প্রধানই এবার আইএসএলে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএলে হোম গ্রাউন্ড হিসেবে যুবভারতী ক্রীড়াঙ্গনকে দেখিয়েছে । মহমেডান স্পোর্টিং তাদের হোমগ্রাউন্ড হিসেবে কিশোরভারতী স্টেডিয়ামকে দেখিয়েছে । ফলে কিশোরভারতী স্টেডিয়ামেও এটি প্রথম আইএসএল ম্যাচ ৷

কিশোরভারতীতে উদ্বোধনী ম্যাচে হাইল্যান্ডারদের হারিয়ে শুরুটা ভালো করবে সাদা-কালো ব্রিগেড ? নাকি জিতে আইএসএল শুরু করবে ডুরান্ড চ্যাম্পিয়নরা ? কোথায় দেখা যাবে মহমেডান-নর্থইস্ট ম্যাচ ?

  • মহমেডান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের সময়:

রবিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মহমেডান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ ৷ খেলা হবে কিশোরভারতী স্টেডিয়ামে ৷

  • কোন টিভি চ্যানেল মহমেডান বনাম নর্থইস্ট ম্যাচ সম্প্রচার করবে ?

মহমেডান বনাম নর্থইস্ট ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla চ্যানেলে খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ম্যাচ দেখা যাবে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details