পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্থির বাংলাদেশ ! উদ্বিগ্ন মহমেডান স্পোর্টিং; ডেপুটেশন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে - MOHAMMEDAN SC

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের ঘটনায় চিন্তিত মহমেডান ক্লাব কর্তৃপক্ষ ৷ রাজনৈতিক নয়, মানবিক স্বার্থে এই আবেদন ক্লাবের ৷

Mohammedan SC on Bangladesh Incident
অস্থির বাংলাদেশ ! উদ্বিগ্ন মহমেডান স্পোর্টিং (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Dec 10, 2024, 1:19 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: বাংলাদেশে অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আবেদন নিয়ে এবার সরব কলকাতার আরেক প্রধান ৷ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নিল মহমেডান স্পোর্টিং । সোমবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বুধবার সাদা-কালো শিবিরের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে যাবেন ।

শুধু তাই নয়, চারদিনে কলকাতা দখলের হুমকি এসেছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার থেকে ৷ বিএনপি নেতা বাংলা, বিহার ও ওড়িশাকে ওপারের অংশ বলে দাবি করেছেন ৷ প্রতিবেশী দেশ থেকে ক্রমাগত ভেসে আসছে ভারতবিদ্বেষী, বিশেষ করে বাংলা বিরোধী নানা কথা ৷ সেখানে দাঁড়িয়ে কলকাতার আরেক প্রধানের এই পদক্ষেপ প্রতিবাদ আরও জোরালো করল ৷

বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন মহমেডানের (ইটিভি ভারত)

সোমবার একই সঙ্গে দুই ইনভেস্টরের দল গঠন নিয়ে পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে রাশ টানল মহমেডান স্পোর্টিং । সোমবার সন্ধ্যায় ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির মিটিং ডেকে ইনভেস্টর শ্রাচি গ্রুপের শীর্ষ কর্তা রাহুল টোডি এবং তমাল ঘোষালকে এই কমিটিতে কো-অপ্ট করার সিদ্ধান্ত নিলেন সাদা-কালো কর্তারা । এই কমিটিতে আবার রয়েছেন বাঙ্কারহিলের দীপক কুমার সিং ও কনিষ্ক শীলরাও । যদিও তাঁরা সোমবার বৈঠকে উপস্থিত ছিলেন না ।

ইস্টবেঙ্গলের পরে ময়দানের আরেক প্রধান বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পদক্ষেপ গ্রহন করার আর্জি জানাল ।

ক্লাব কর্তারা জানিয়েছেন, দু’পক্ষকে নিয়ে শীঘ্রই বৈঠকে বসা হবে । যেখানে দলগঠন ঘিরে সাম্প্রতিক সমস্যা নিয়ে কথা হতে পারে দু’পক্ষের । এটি ক্লাবের কার্যকরী কমিটির বৈঠক । ফলে এখনও পর্যন্ত এই কমিটিতে যেহেতু শ্রাচি কর্তারা নেই, তাই এই বৈঠকে শ্রাচি গ্রুপের কেউ থাকবেন না । শ্রাচি কর্তাকে কো-অপ্ট করা ছাড়াও সোমবার ফুটবল দলের বর্তমান পারফরম্যান্স নিয়েও আলোচনা হবে । তবে বাঙ্কারহিল কর্তা দীপক সিংকেও এই বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছিল । তবে তিনি না-থাকলেও এই সিদ্ধান্তে সহমত । এছাড়াও সোমবারের বৈঠকে কার্যকরী কমিটিতে কো-অপ্ট করা হয়েছে প্রাক্তন ফুটবলার সাব্বির আলিকে । বাদ দেওয়া হয়েছে রহিম নবি এবং শেখ আজিমকে ।

এদিন মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, “মিটিংয়ে রাহুল টোডিকে কমিটিতে কো-অপ্ট করা নিয়ে আলোচনা হয়েছে । একই সঙ্গে আলোচনা হয়েছে আমাদের ফুটবল দলের পারফরম্যান্স নিয়েও । তবে দীপকের ফেসবুক পোস্ট নিয়ে আমরা আলোচনা করব না । কারণ সমাজমাধ্যমে এই ধরণের পোস্ট যে কেউ করতে পারে । উপযুক্ত প্রমাণ পেশ হলে আমরা ব্যবস্থা নেব । তদন্ত করব ।”

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details