কলকাতা, 12 ডিসেম্বর: ছিটকে গেলেন জোসেফ আদজেই । মহমেডান স্পোর্টিংয়ে ফের আশঙ্কার কালো মেঘ ৷ রবিবার মুম্বই সিটি এফসির সঙ্গে ম্যাচ । তার আগে মহামেডান শিবিরে জোর ধাক্কা । হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে গেলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার । বেশ কয়েকদিন ধরেই চোটে ভুগছিলেন । নিজেই জানিয়েছিলেন, রিকভ্যারি চলছে । কিন্তু চোট সারিয়ে জোসেফের ফিট হতে আরও অনেকদিন সময় লাগবে ।
কেরালা ম্যাচ থেকেই খেলতে পারছিলেন না, জোসেফের না-থাকাটা ভুগিয়েছে মহমেডানকেও । গতবার সাদা-কালো শিবিরে সই করেছিলেন । দলকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন । আইএসএলে যে ক’টা ম্যাচ খেলেছেন, পারফরম্যান্স যথেষ্ট ভালোই ছিল । এবার জানা গেল, বাকি মরশুমে আর খেলতে পারবেন না ঘানার এই ডিফেন্ডার । তড়িঘড়ি মহমেডান তাঁর বিকল্প খোঁজ শুরু করেছে ।