পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চোটের ধাক্কায় বেহাল মহমেডান, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার

জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কাজে লাগাতে চাইছে মহামেডান। ভালো একজন বিদেশী স্ট্রাইকারের খোঁজে রয়েছে তাঁরা।

Mohammedan SC
চোটের ধাক্কায় বেহাল মহমেডান (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

কলকাতা, 12 ডিসেম্বর: ছিটকে গেলেন জোসেফ আদজেই । মহমেডান স্পোর্টিংয়ে ফের আশঙ্কার কালো মেঘ ৷ রবিবার মুম্বই সিটি এফসির সঙ্গে ম্যাচ । তার আগে মহামেডান শিবিরে জোর ধাক্কা । হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে গেলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার । বেশ কয়েকদিন ধরেই চোটে ভুগছিলেন । নিজেই জানিয়েছিলেন, রিকভ্যারি চলছে । কিন্তু চোট সারিয়ে জোসেফের ফিট হতে আরও অনেকদিন সময় লাগবে ।

কেরালা ম্যাচ থেকেই খেলতে পারছিলেন না, জোসেফের না-থাকাটা ভুগিয়েছে মহমেডানকেও । গতবার সাদা-কালো শিবিরে সই করেছিলেন । দলকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন । আইএসএলে যে ক’টা ম্যাচ খেলেছেন, পারফরম্যান্স যথেষ্ট ভালোই ছিল । এবার জানা গেল, বাকি মরশুমে আর খেলতে পারবেন না ঘানার এই ডিফেন্ডার । তড়িঘড়ি মহমেডান তাঁর বিকল্প খোঁজ শুরু করেছে ।

মরশুমের শুরুতেই কাদিরি অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন, তাঁরও মহমেডানের জার্সি গায়ে খেলা হয়নি । এদিকে, আগামী 15 ডিসেম্বর ঘরের মাঠে মহামেডানের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি । এই ম্যাচে খেলতে পারবেন না আরেক ডিফেন্ডার গৌরব বোরা । ফলে দুই নির্ভরযোগ্য সেন্টার ব্যাককে ছাড়াই আন্দ্রে চের্নিশভের দলকে সামলাতে হবে ছাংতদের । গৌরবের মুখে চোট রয়েছে । সূত্রের খবর, অস্ত্রোপচারের প্রয়োজন না-হলেও, সুস্থ হতে গৌরবের এক-দেড় মাস সময় লাগবে । ফিট হওয়ার পর ফেস মাস্ক পরে খেলতে পারবেন তিনি ।

একাধিক চোটের মাঝে স্বস্তির খবর, ফ্লোরেন্ত ওগিয়ের সুস্থ, তিনি মুম্বই ম্যাচে খেলতে পারবেন। এছাড়াও জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কাজে লাগাতে চাইছে মহমেডান । ভালো একজন বিদেশী স্ট্রাইকারের খোঁজে রয়েছে সাদা-কালো শিবির ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details