কলকাতা, 31 মার্চ: আই লিগ খেতাবের অপেক্ষা বাড়ল মহমেডান স্পোর্টিংয়ের । নৈহাটি স্টেডিয়ামে প্রতিপক্ষ ইন্টার কাশীর বিরুদ্ধে 1-1 গোলে ড্র করল সাদা-কালো শিবির । অথচ প্রথমে গোল করে এগিয়ে ছিল আন্দ্রে চেরেনেশভের ছেলেরা । জয় তুলতে পারলেই আই লিগ খেতাবের ঠিকানা কার্যত রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাব হয়ে যেত ।
ম্যাচের 9 মিনিটে মহমেডান স্পোর্টিংয়ের আর্জেন্তিনার স্ট্রাইকার অ্যালেক্সিস গোমেজ গোল করে দলকে এগিয়ে দেন । কিন্তু 82 মিনিটে ইন্টার কাশীর মারিও বার্কো সমতা ফেরানোয় মহমেডান স্পোর্টিংয়ের অপেক্ষা বাড়ল । এই মুহূর্তে আন্দ্রে চেরেনেশভের দলের পয়েন্ট 22 ম্যাচে 49 । বাকি দু’ম্যাচ থেকে আর মাত্র তিন পয়েন্ট পেলেই মহমেডান সরকারিভাবে আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে ।
আই লিগ জয়ের অপেক্ষা বাড়ল মহমেডানের শিলং লাজং এবং দিল্লি এফসি’র বিরুদ্ধে খেলা রয়েছে যথাক্রমে 6 এপ্রিল এবং 14 এপ্রিল । দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকানের ঝুলিতে 20 ম্যাচে 40 পয়েন্ট । পরবর্তী চারটি ম্যাচে জিতলে পৌঁছবে 52 পয়েন্টে । রবিবার ডেকানের খেলা রয়েছে । হারলে মহমেডান চ্যাম্পিয়ন । কারণ দু’দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ব্ল্যাক প্যান্থাররা ।
আই লিগ খেতাব জয় সম্পূর্ণ করলেই আগামী মরসুমে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করবে মহমেডান স্পোর্টিং । যা তাদের শুধু নয়, কলকাতার ফুটবলপ্রেমীদের কাঙ্খিত স্বপ্ন । মহমেডান যোগ্যতা অর্জন সম্ভব করলে কলকাতার তিন প্রধান একসঙ্গে আইএসএলে খেলবে । যা কখনও হয়নি । কোনও শহরের একের বেশি দল আইএসএলে নেই ।
শনিবার নৈহাটি স্টেডিয়ামে আইএসএল খেলার স্বপ্নের চেয়েও, সাদা-কালো সমর্থকরা প্রথমবার আই লিগ জয়ের আকাঙ্খা পূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে আনন্দে মাতোয়ারা হয়েছিলেন । জয় যখন প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন, তখনই তাদের আশাভঙ্গ । চলতি মরশুমে মহমেডান স্পোর্টিং প্রথম থেকেই দারুণ ছন্দে । কলকাতা লিগ এবং আই লিগে সাদা-কালো ফুটবলাররা যেন তেল খাওয়া মেশিনের মত দৌঁড়চ্ছেন । কলকাতা লিগে ডেভিড, বিকাশ সিং, আঙ্গুসানারা চ্যাম্পিয়ন করেছিলেন । আই লিগে ভারতীয় ব্রিগেডের সঙ্গে যোগ হয়েছেন অ্যালেক্স, কাশিমভ, এডিরা ।
কোচ আন্দ্রে চেরেনেশভ বলছেন, সামনের দু’টো ম্যাচ থেকে জয় তুলে নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হবেন । দলের ফুটবলারদের ওপর সেই বিশ্বাস তাঁর আছে । এখন দেখার 6 এপ্রিলই শিলংয়ের বিরুদ্ধে মহমেডান স্পোর্টিং অধরা স্বপ্ন পূরণ করতে পারে কি না । সেক্ষেত্রে পাহাড়ে সূর্যোদয় হবে বাংলার ফুটবলেরও ।
আরও পড়ুন:
- জ্বরে কাবু হাবাস, শীর্ষে ওঠার লড়াইয়ে মোহনবাগান সুপার জায়ান্ট
- ভারতীয় ফুটবলারের নজির, চেন্নাইয়িন থেকে বিশ্বজয়ী দেশের ক্লাবে যোগ দিচ্ছেন বিজয়
- আইপিএলের ধাক্কায় আইএসএলের সূচি বদলে অন্যায় দেখছেন না প্রাক্তনরা