বেঙ্গালুরু, 11 জানুয়ারি: আইএসএলে ফিরতি বড় ম্য়াচের উত্তাপে গা সেঁকছে শহর কলকাতা ৷ এরইমধ্যে দক্ষিণের রাজ্য থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরছে ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ৷ কান্তিরাভায় গিয়ে বেঙ্গালুরু এফসি'কে 1-0 গোলে হারাল সাদা-কালো ব্রিগেড ৷ 11 ম্যাচ পর আইএসএলের দ্বিতীয় জয় তুলে এনে লিগ শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্টকে আরও স্বস্তি দিল আন্দ্রে চের্নিশভের ছেলেরা ৷ ফ্রি-কিক থেকে ম্যাচের জয়সূচক গোলটি করলেন মির্জালল কাশিমভ ৷
আইএসএল আত্মপ্রকাশে মহামেডানের প্রথম জয় এসেছিল গতবছর 26 সেপ্টেম্বর ৷ সেই ম্যাচে চেন্নাইয়িন এফসি'কে 1-0 গোলে হারিয়েছিল কলকাতার ক্লাব ৷ অর্থাৎ, সাড়ে তিন মাস পর ফের জয়ের সরণিতে সাদা-কালো ৷ টানা হারের ভারে ন্যুব্জ হয়ে পড়া মহামেডান একটু অক্সিজেন পেয়েছিল গত দু'ম্যাচ ড্র করে ৷ তবে লিগের শীর্ষস্থানের লড়াইয়ে বাগানের সঙ্গে থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচ থেকে যে তারা জয় ছিনিয়ে নেবে, তা হয়তো ভাবেননি অতি বড় সমর্থকও ৷