কলকাতা, 9 নভেম্বর:ভালো শুরু করেও হারের হ্যাটট্রিক ৷ যার অর্থ শনিবারের ডার্বিতে খারাপ ফল মানেই মহমেডান স্পোর্টিংয়ে জোরালো হবে কোচ বদলের হাওয়া। যদিও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে সেইসব সম্ভাবনাকে বিশেষ আমল দিলেন না সাদা-কালো কোচ আন্দ্রে চের্নিশভ। শুক্রবার গৌরব বোরাকে নিয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, তিনি ফুটবলের ভালোর জন্য কাজ করছেন এবং সেটাই করে যেতে চান।
টানা তিন ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে বারো নম্বরে মহমেডান। আশা জাগিয়ে শুরু করেও ছন্দপতন। ফলত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার আগে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত সাদা-কালো একাদশে। গোলরক্ষক পদম ছেত্রী একাদশের বাইরে। পরিবর্তে তেকাঠির নীচে ভাস্কর রায় ৷ চোটের জন্য জোসেফ আদজেই এই ম্যাচে নেই। যা বড় ধাক্কা মহমেডানের জন্য। চের্নিশভ বলছেন, "কোনও একজন ফুটবলার খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী নয়। এগারোজনই দলের ব্যর্থতার জন্য দায়ী থাকে। গোলরক্ষকও দায় এড়াতে পারে না। তবে আমাদের দল প্রথমবার খেলতে এসেছে আইএসএলে। দলের বেশিরভাগ ফুটবলার তরুণ। তাঁরা অনভিজ্ঞ। ওদের সময় দিতে হবে।"