পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'প্রথম তিন ম্যাচের পারফরম্য়ান্স ভুলে যাবেন না', ডার্বির আগে হুঙ্কার চের্নিশভের

চার ম্য়াচ হারতে হলেও প্রতিযোগিতার শুরুর দিকের পারফরম্যান্সের কথা তুলে ধরে ডার্বির আগে হুঙ্কার মহমেডান কোচের ৷ ইস্টবেঙ্গলকে নিয়ে কী বললেন চের্নিশভ?

ISL KOLKATA DERBY
সাংবাদিক সম্মেলনে আন্দ্রে চের্নিশভ ও গৌরব বোরা (ISL MEDIA TEAM)

By ETV Bharat Sports Team

Published : Nov 9, 2024, 2:01 PM IST

Updated : Nov 9, 2024, 2:07 PM IST

কলকাতা, 9 নভেম্বর:ভালো শুরু করেও হারের হ্যাটট্রিক ৷ যার অর্থ শনিবারের ডার্বিতে খারাপ ফল মানেই মহমেডান স্পোর্টিংয়ে জোরালো হবে কোচ বদলের হাওয়া। যদিও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে সেইসব সম্ভাবনাকে বিশেষ আমল দিলেন না সাদা-কালো কোচ আন্দ্রে চের্নিশভ। শুক্রবার গৌরব বোরাকে নিয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, তিনি ফুটবলের ভালোর জন্য কাজ করছেন এবং সেটাই করে যেতে চান।

চের্নিশভের বক্তব্য (ETV Bharat)

টানা তিন ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে বারো নম্বরে মহমেডান। আশা জাগিয়ে শুরু করেও ছন্দপতন। ফলত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার আগে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত সাদা-কালো একাদশে। গোলরক্ষক পদম ছেত্রী একাদশের বাইরে। পরিবর্তে তেকাঠির নীচে ভাস্কর রায় ৷ চোটের জন্য জোসেফ আদজেই এই ম্যাচে নেই। যা বড় ধাক্কা মহমেডানের জন্য। চের্নিশভ বলছেন, "কোনও একজন ফুটবলার খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী নয়। এগারোজনই দলের ব্যর্থতার জন্য দায়ী থাকে। গোলরক্ষকও দায় এড়াতে পারে না। তবে আমাদের দল প্রথমবার খেলতে এসেছে আইএসএলে। দলের বেশিরভাগ ফুটবলার তরুণ। তাঁরা অনভিজ্ঞ। ওদের সময় দিতে হবে।"

একইসঙ্গে যোগ করে তিনি বলেন, "আমরা শেষ তিনটি ম্যাচ খারাপ খেলেছি। তবে প্রথম তিনটি ম্যাচের পারফরম্যান্স যে ভালো, তা ভুলে যাবেন না। আমরা প্রথম তিন ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাই।" প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কেও ঝরে পড়ল সমীহের সুর। সাদা-কালো শিবিরের হেডস্যর বলেন, "ইস্টবেঙ্গল দেশের মধ্যে বড় দল। মাঝে ওদের সময়টা খারাপ গিয়েছে। এএফসিতে ঘুরে দাঁড়িয়েছে। বোঝা যাচ্ছে দলটা শক্তিশালী। আমরাও শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো খেলতে চাই। ফলে শনিবার উপভোগ্য ফুটবল হবে বলে আশা করছি।"

কোচের পাশে বসে গৌরব বোরা জানান, প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেরাটা নিংড়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা আমরাও ছকেছি। সবমিলিয়ে লড়াই হবে। আইএসএলে প্রথমবার ইস্টবেঙ্গল বনাম মহমেডান মুখোমুখি। দু'দলই প্রথম সাক্ষাতে বাজিমাত করে ঘুরে দাঁড়াতে চায়। পয়েন্ট টেবিলের 'লাস্ট বয়ে'র খেলা হলেও এই ডার্বি আত্মসম্মানের। মহমেডান কোচের কথাবার্তাতেও পরিষ্কার সেটা ৷

Last Updated : Nov 9, 2024, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details