কলকাতা, 12 নভেম্বর: বর্ডার-গাভাসকর সিরিজে ভারতীয় স্কোয়াডে সুযোগ হয়নি ৷ তারপর থেকে বাংলার জার্সিতে তাঁর বাইশ গজে প্রত্য়াবর্তনের সম্ভাবনা ক্রমশ গাঢ় হচ্ছিল ৷ সম্ভাবনা সত্যি করে বুধবার থেকে শুরু হতে চলা মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে মাঠে নামছেন মহম্মদ শামি ৷ সেক্ষেত্রে একবছর পর বাইশ গজে ফিরছেন বঙ্গ পেসার ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র নিয়ে মঙ্গলবার সন্ধেয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।
2023 ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরৈ ছিলেন জাতীয় দলের স্পিডস্টার। ভিনদেশে তাঁর হাঁটুতে অস্ত্রোপচারও হয়। তারপর থেকে রিহ্যাবেই ছিলেন। সম্পূর্ণ ফিট না-হয়ে বাইশ গজে নামবেন না ৷ এমনটা প্রতিজ্ঞা করেছিলেন 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেট-শিকারি ৷ মনে করা হয়েছিল ফিট হয়ে হয়তো দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন শামি ৷ কিন্তু হাঁটুতে ফের সমস্য়া অনুভূত হওয়ায় ফের জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে নিজেকে ফিট করায় মন দিয়েছিলেন ডানহাতি পেসার ৷
ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে শামির না-থাকা বাংলার হয়ে প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো করেছিল ৷ সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়ল এদিন ৷ ঘরোয়া ক্রিকেটে শামির পারফরম্য়ান্স বিবেচনা করে বর্ডার-গাভাসকর ট্রফিতে পরবর্তীতে তাঁকে বিবেচনা করা হতে পারেও বলে মনে করা হচ্ছে ৷ সে যাইহোক, শামির অন্তর্ভুক্তিতে বাংলা দলের পেস বিভাগ যে শক্তিশালী হল তা বলাই বাহুল্য ৷
প্রেস বিজ্ঞপ্তি (ETV Bharat) চলতি বছর শুরু থেকেই রঞ্জি ট্রফিতে বৃষ্টি-কাঁটায় নাজেহাল বাংলা ৷ নক-আউট পর্বে যেতে মধ্যপ্রদেশ ম্যাচ বাংলা দলের ভীষণই গুরুত্বপূর্ণ। বিহার এবং কেরল ম্যাচ থেকে বড় পয়েন্ট আশা করলেও বৃষ্টির কারণে এক পয়েন্টই সন্তুষ্ট থাকতে হয়েছে। এই মুহূর্তে বাংলা দলের চার ম্যাচে সংগ্রহ 8 পয়েন্ট। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে শেষ ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে তিন পয়েন্ট এসেছে অনুষ্টুপদের ঝুলিতে।
কর্ণাটকের বিরুদ্ধে ভালো বোলিং করা ঈশান পোড়েল ও ঋষভ বিবেক চোট পেয়েছিলেন ৷ তাঁদের নিয়ে উদ্বেগের মাঝেই শামির প্রত্যাবর্তন কোচ লক্ষ্মীরতন শুক্লা ও অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের চিন্তা কমাবে বৈকি ৷ এখন দেখার ইন্দোরের সবুজ পিচে শামির প্রত্যাশিত দাপট দেখা যায় কি না ৷