কলকাতা, 14 সেপ্টেম্বর:জন্ম এবং বেড়ে ওঠা উত্তরপ্রদেশে হলেও আমাকে ক্রিকেটার হিসেব প্রতিষ্ঠিত করেছে বাংলা ৷ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এই ভাষাতেই সিএবি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মহম্মদ শামি ৷ তবে বাইশ গজে কবে ফিরছেন, সে ব্যাপারে ধোঁয়াশা জিইয়ে রাখলেন জাতীয় দলের পেসার ৷ জানালেন, সময় লাগে লাগুক; কোনওরকম ঝুঁকি নিতে চান না ৷ শামি এও জানালেন যে, ফিট হয়ে তিনি প্রয়োজনে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটেও নামতে পারেন ৷
2023 বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জন্য এ বছরে মহম্মদ শামিকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷ পুরস্কার গ্রহণের আগে সাংবাদিকদের শামি বলেন, "তাড়াতাড়ি ফেরারই চেষ্টা করছি ৷ অনেকদিন হয়ে গেল দলের বাইরে রয়েছি ৷ তাই যত দ্রুত ফেরা যায় তার প্রচেষ্টাতেই রয়েছি ৷ সঙ্গে এটাও চাইছি না যাতে কোনওরকম ঝুঁকি থেকে যায় ৷ যত শক্তিশালী হয়ে ফিরব তত আমার জন্য ভালো হবে ৷ কারণ, তাতে পুনরায় চোট পাওয়ার সম্ভাবনা কম থাকবে ৷ তাই আমিও কোনওরকম সুযোগ নিতে চাইছি না ৷"