পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রঞ্জিতে শক্তি বাড়ল বাংলার, প্রথম দু’ম্যাচে নামতে পারেন শামি - Mohammed Shami

Mohammed Shami in Ranji Trophy 2024: প্রথম শ্রেণির ক্রিকেট খেলা বাধ্যতামূলক করে দিয়েছে বিসিসিআই ৷ তারপরেই খবর, বাংলার হয়ে ফের খেলতে দেখা যাবে মহম্মদ শামিকে ৷ রঞ্জির প্রথম দু’টি ম্যাচে খেলতে পারেন তিনি ৷

Mohammed Shami
মহম্মদ শামি (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 19, 2024, 3:21 PM IST

Updated : Aug 19, 2024, 5:40 PM IST

কলকাতা, 19 অগস্ট: ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসে বাংলার হয়ে চলতি মরসুমে রঞ্জি ট্রফি খেলার কথা বলেছিলেন । এবার সেটাই সত্যি হতে চলেছে ৷ রঞ্জিতে বাংলার হয়ে ফের খেলতে দেখা যাবে মহম্মদ শামিকে ৷ 2023 সালের ওডিআই বিশ্বকাপের পর পায়ের অস্ত্রোপচার হয়েছে ভারতীয় দলের পেসারের । লন্ডনে অস্ত্রোপচারের পরে রিহ্যাবে ব্যস্ত তিনি ৷ এবার ফিট হয়ে মাঠে ফেরার পালা ৷

ঘরোয়া ক্রিকেট খেলেই জাতীয় দলে ফিরতে হবে ৷ সেই লক্ষ্যেই মহম্মদ শামি ফের বাংলার জার্সিতে । সম্ভবত প্রথম দু’টো ম্যাচে তাঁকে খেলতে দেখা যাবে । বাংলার প্রথম ম্যাচ 11 অক্টোবর, প্রতিপক্ষ উত্তরপ্রদেশ ৷ কানপুরে সেই খেলতে দেখা যেতে পারে ভারতীয় দলের পেসারকে ৷ এরপর 18 অক্টোবর ইডেনে বাংলার প্রতিপক্ষ বিহার ৷ সেই ম্যাচেও শামি খেলবেন ৷

16 অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল ৷ তিন টেস্টের সিরিজে প্রথম টেস্ট বেঙ্গালুরুতে 16-20 অক্টোবর, দ্বিতীয় টেস্ট পুনেতে 24-28 অক্টোবর, তৃতীয় টেস্ট মুম্বইতে 1-5 নভেম্বর অনুষ্ঠিত হবে ৷ ঘরের মাটিতে টেস্ট সিরিজে শামিকে পাওয়া যাবে না ৷ তবে অস্ট্রেলিয়া সফরের আগে শামিকে দেখে নিতে চাইবে ভারতীয় দলের নির্বাচকরা ৷ সেই ভাবনা থেকেই রঞ্জি ট্রফিতে শামির খেলার সম্ভাবনা ৷

বর্তমানে বাংলা দল দুবরাজপুরে শিবির করছে ৷ সেখানে শামি যোগ দেননি ৷ তাই রিহ্যাব করে তাঁর ফিট হয়ে ওঠার ওপর অনেক কিছু নির্ভর করবে ৷ কয়েকদিন আগে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, গত মরসুমে বাংলা দলের রঞ্জি ট্রফিতে ভালো না-খেলতে পারার কারণ প্রথম দলের চারজন ক্রিকেটারের ভারতীয় দলে চলে যাওয়া । তাঁদের জাতীয় দলে সুযোগ পাওয়া সিএবির কাছে আনন্দের অবশ্যই । তবে তাঁদের শূন্যস্থান দ্রুত পূরণ করাও কঠিন ৷ এইবছর সেই সমস্যা কাটিয়ে ওঠার দিকে জোর দেওয়া হয়েছে ৷ এই অবস্থায় মুকেশ কুমার, আকাশদীপের সঙ্গে শামিকে পাওয়া গেলে বাংলার বোলিং শক্তি ফের পুরনো ছন্দে ফিরবে । তাই শামির প্রত্যাবর্তনে আশার আলো খুঁজছে সিএবি ৷

Last Updated : Aug 19, 2024, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details